মালদ্বীপকে সাময়িক বহিষ্কার করেছে আন্তঃসরকার সহযোগিতামূলক সংস্থা কমনওয়েলথ। চলমান রাজনৈতিক সঙ্কট নিরসন করতে না পারায় মালদ্বীপকে এ বহিষ্কার করা হয়।
বুধবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় শুরু হওয়া ৫৩টি রাষ্ট্রের সমন্বয়ে গঠিত কমনওয়েলথের মিনিস্টারিয়াল গ্রুপ সিএমএজি সম্মেলনে 'তদন্ত সাপেক্ষে শৃঙ্খলা ভঙ্গের ধারায় এই শাস্তি' দেওয়ার কথা জানায়। এসময় কমনওয়েলথের বিবৃতিতে বলা হয়, সংস্থাভুক্ত দেশগুলোর মন্ত্রীরা সামনের দিনগুলোতে মালদ্বীপের পরিস্থিতি আরও গভীরভাবে পর্যবেক্ষণ করবেন।
এরপর ১৫ নভেম্বর সম্মেলনে যোগ দেওয়া কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের সামনে এ বিষয়ে ব্রিফ করবেন সিএমএজি’র চেয়ারম্যান।
কমনওয়েলথের সম্মেলনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদের কঠোর সমালোচনা করা হয়। সম্মেলনে অংশগ্রহণকারী কমনওয়েলথভুক্ত দেশগুলোর মন্ত্রীরা অবিলম্বে এই অচলাবস্থা নিরসনের আহ্বান জানান।
পুলিশ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ দুই দফা নির্বাচনে গড়ে ৪৫ শতাংশের বেশি ভোট পেলেও সংবিধান অনুযায়ী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় সরকার গঠন করতে পারছেন না তিনি। কিন্তু নির্বাচনের তৃতীয় দফা ভোট গ্রহণও আগের দুই দফার মতো সরকার কর্তৃক বিলম্বিত হওয়ার সমালোচনা করেন কমনওয়েলথ মন্ত্রীরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।