আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গঃ পোস্ট ড্রাফট

সত্যি বললে কেউ বিশ্বাস করে না, তাই সত্যিগুলো গুল গাপ্পা বলে চালিয়ে দেই।


পোস্ট ড্রাফট নিয়ে কখনই কিছু লেখার ইচ্ছা ছিল না, কিন্তু দিনে দিনে পোস্ট ড্রাফটের মাত্রা বেড়ে যাচ্ছে, অনেক সময় অনেক অপ্রত্যাশিত সমস্যার সামনে পড়েছি আমি, তাই এই লেখা।

ঘটনা-১
কিছুদিন আগে কয়েকজন বিলেত ফেরত বন্ধুদের সাথে তর্কে মেতে উঠেছিলাম শাহবাগ প্রসঙ্গ নিয়ে। রেফারেন্স হিসাবে এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা সেই এপিক পোস্ট দেখাতে গিয়ে দেখি পোস্ট নাই। সত্যিই মনটা খারাপ হয়েছিল ঐদিন।



ঘটনা-২
কয়েকদিন আগে সবচেয়ে কম বয়সি গেরিলা মুক্তিযোদ্ধাদের একজন মাসুদুর রহমান সহ আরো কয়েকজনের সাথে মুক্তিযুদ্ধের সিনেমা দেখা ও আলোচনায় বসেছিলাম। তখন মুক্তির গান ছবিটা শেষ করে তারেক মাসুদ প্রসঙ্গে কিছু বলতে যেয়ে রেফারেন্স টেনেছিলাম আমিনুর রহমান এর লেখা তারেক মাসুদকে নিয়ে একটি ফিচার..... যথারীতি পোস্ট নাই...
কিছু বলার ছিলনা তখন।

ঘটনা-৩
টিপ নিয়ে বিতর্ক আছে তারপরও মেয়েদের কপালে ছোট একটি টিপ আমার বেশ পছন্দ। এই নিয়ে ছোট বোন কে কিছু তথ্য দেবার জন্য ঢুকেছিলাম গতকাল রাতে কান্ডারি অথর্ব এর ব্লগে। পোস্ট নাই।


ছোট বোন বলে কোথাথেকে যে তুমি কি সব পাও...!! কিছুই দেখাত পারলে না.....

এইরকম আরো ঘটনা আমি বলতে পারি।
আমার কথা হলো একটা তথ্য যুক্ত সুন্দর পোস্ট যখন পোস্ট করা তা সবাইকে পড়বার জন্যই দেয়া হয়। সেই পোস্টগুলো অনেকে প্রিয়তে নেয়, কেন নেয়? ভালোলাগা, কখনো রেফারেন্স হিসাবে কাজ করে... আরো হয়তো অনেক কিছু......!! আমার প্রশ্ন যদি আপনারা সুন্দর পোস্টগুলো ড্রাফটই করবেন তাহলে পোস্ট গুলো দিয়েছিলেন কেন? বিতর্ক থাকতেই পারে... তাই বলে মুছে দিতে পারন না...... এটা তো ভার্চুয়াল, কাগজে ছাপা হলে কি আপনার মুছে ফেলতে পারতেন??


যারা পোস্ট ড্রাফট করেছেন তাদের ব্যাক্তিগত মতামতের উপর পূর্ণ শ্রদ্ধা জানাচ্ছি। আমি লিখেছি আমার নিজেস্ব মতামত।

ধন্যবাদ।



ছবি- গুগল


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।