আমাদের কথা খুঁজে নিন

   

বাজারের মাঝে ময়লার ডাস্টবিন

নবোদয় বাজার। রাজধানীর মোহাম্মদপুর এলাকার আদাবর থানার অন্তর্গত নবোদয় হাউজিং এলাকার বাজার এটি। প্রতিদিন প্রায় কয়েক হাজার এলাকাবাসী বাজার করে থাকেন এই বাজারে। নবোদয় হাউজিং এর প্রধান সড়কের পাশেই এই বাজার। তাই সাধারন মানুষের চলাচলও এই বাজারের সামনে দিয়ে। আর এই রাস্তা ও বাজারের মাঝখানে ময়লা ফেলার ডাস্টবিন হওয়ায় দুর্গন্ধের কারনে ঠিক মত বাজার করতে পারেন না স্থানীয় জনগন।

একই সাথে ঐ রাস্তা দিয়েও স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ স্থানীয় এলাকা বাসীর চলাচল করতে অনেক বেগ পোহাতে হয় ময়লার দূর্গন্ধের জন্য। ময়লা আনা নেওয়ার জন্য সিটি কর্পরেশনের গাড়ি রাখার কারনে রাস্তাটি সংকীর্ণ হয়ে যায় এবং যানযটের সৃষ্টি হয়। তাই এই রাস্তায় চলাচলকারী ও স্থানীয় মানুষের দাবি এটি কোন ফাকা স্থানে রাখা হোক এবং প্রধান সড়কটিকে ময়লা ও দূর্গন্ধ মুক্ত রাখা হোক।

এখানেও খোচা দিয়ে দেখতে পারেন

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।