আমাদের কথা খুঁজে নিন

   

মাছের বাজারের spectators হউন

পুরুষ প্রধান আওয়ামী লীগ ও বি এন পি চাই

আমাদের মহামান্য রোবোট রাষ্ট্রপতির ঘোষণা অনুযায়ী নবম জাতীয় মাছবাজারের ষষ্ঠ আয়োজন আগামী ২০ সেপ্টেম্বর বেলা ৪টা থেকে জাতীয় সংসদ ভবনে। আসুন আজই আপনার spectators পাস গ্রহন করুন। এখানে পাচ্ছেনঃ ১। কিভাবে ১৫ কোটি টাকা ব্যক্তগত এলাকায় কাজের উন্নয়নের নামে নিজের একাউন্টে জমা করা যায় তার প্রশিক্ষন। ২।

কিভাবে জনগণের টাকায় শুল্কমুক্ত গাড়ী পাওয়া যায় তার আনুশিলন। ইত্যাদি। আরো দেখতে পাবেন কিভাবে জনক ও জনকের পরিবারের স্তুতি করতে হয় তার প্রাকটিক্যাল নমুনা। পাবেন বোরখা বিদ্বেষী কর্ণেল এর কাছে ৭ মিনিট করে সময় যার ১ম তিন মিনিট জনকের গানে, পরের দুই মিনিট হাসিনার গান, পরের ২ মিনিট জয় এর গান এবং বিরোধী দলকে বিভিন্ন ভাবে হেয় করার তরিকা (প্লাস টেবিল চাপড়ানো আর অট্ট হাসির নমুনা) আর জনগণের কথা বলার জন্য পাওয়া ৭মিনিট যখন শেষ হবে তখন ঐ জনগণনের দোহাই দিয়ে আরো ২ মিনিট, যার ৩০ সেকেন্ড যাবে মাননীয় স্পীকারকে ধন্যবাদ দিয়ে এবং পরে দেড় মিনিটে নিজ নির্বাচিত এলাকার ভাংগা রাষ্তা আর যে গ্রাম গুলেতে বিদ্যুত আজো যায়নি সেখানে কারেন্টের ব্যবস্থা করার দাবী। এছাড়াও পাচ্ছেন: ৬ষ্ঠ শ্রেনী পাস চলচিত্র নায়িকা দেখার সুজোগ।

আর আশিক্ষিত ঘুম ভাংগাইয়া গেলিরে, বেবী ওলায় খহাইছে মোরে, বন্ধু আমার নাইট কোচের ড্রাইভার প্রভ্বতি ১৮প্লাস গানের গায়িকাকে দেখার আপূর্ব সুজোগ। শিখতে পারবেন কিভাবে ৭মিনিটে ৩০ বার মাননীয় প্রধানমন্ত্রী ও ১৫ বার মাননীয় স্পীকার বলা যায়। আজই আপনার পাস সংগ্রহ করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।