আমাদের কথা খুঁজে নিন

   

বাজারের ফর্দঃ (চেকলিস্ট)



এটি আজাইরা পোষ্টের কাছাকাছি। তবে আমার বাসায় খুব কাজে লাগে। এই লিস্ট টা আমি প্রিন্ট করে নিয়েছি। (একপাতায় তিনটি)। তারপর ফটোকপি করেছি।

এরপর কি কি আনা দরকার সেটাও মিলিয়ে টিক দেওয়া হয়। আর বাজারে যেয়েও টিক দেওয়া লিস্টি বের করে কেনা হয়। হিঃ হিঃ হিঃ। দিলাম পোষ্টাইয়া যদি কারু লাগে কাজে। মোরগ/গরু/খাসী মাছ শাক-সবজি চাল (সাধারন / পোলাও) ডাল(মুগ/ মশুর/ ছোলা/ বুট/ চটপটি) তেল (সয়াবিন / সরিষা)/ ঘি আটা / ময়দা / সুজি আলু / পেয়াঁজ আদা / রসুঁন লবন পাঁচফোড়ন তেজপাতা/ এলাচ/ দারচিনি/ লবঙ্গ শুকনো মরিচ হলুদ গুড়া মরিচের গুড়া ধনিয়ার গুড়া জিরার গুড়া /আস্ত জিরা গরম মসলার গুড়া লেবু/ কাঁচামরিচ/ ধনেপাতা শশা/ গাজর/ টমেটো চিনি গুড়া দুধ / তরল দুধ চা পাতা / টি ব্যাগ / কফি সেমাই নুডুলস (ম্যাগি / কোকোলা) সস্‌ / সুপ পাউডার ডিম চিড়া / মুড়ি টিস্যু (টয়লেট/ ফেসিয়াল) সাবান (লাক্স/ব্লুবার) গুড়া সাবান - ভিম বার/ ভিম পাউডার নক্‌রোচ/ ফিনিশ হারপিক টয়লেট ক্লিনার হারপিক টাইলস্‌ পাউডার ম্যাচ মাসে এই জিনিষগুলোই নিয়মিত লাগে দেখেছি।

(বিঃ দ্রঃ ব্র্যান্ডগুলো আমাদের বাসায় কেনা হয় বলে দেওয়া আছে, কোন প্রচারের জন্য নয়)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।