আমি আসলে শেয়ার বাজারের কোন মানুষ না। খবর দেখতে বসলেই দেখি শেয়ার বাজারে ধস। তাই আমার জানতে ইচ্ছা হয় এই ধস কি ইচ্ছাকৃত না বাজারের প্রকৃতি এইটা ?
যদি এই ধস মানুষ সৃষ্টি হয় তাইলে সরকার কিছু করতেছে না কেন ? সরকার এত চুপ কেন ? এত গুলো মানুষের রুজি রুটি নিয়ে তামাশা করা ঠিক না সরকারের কিছু একটা করা উচিৎ। নাকি সরকার এর সাথে জড়িত তাই কিছু করতেছে না বা ব্যবস্থা নিচ্ছে না ?
এতগুলো মানুষকে পথে বসিয়ে সরকার কি পরর্বিতে কি আবার ক্ষমতাতে আসতে পারবে ? তারা কি নিজেদের কে ভগবান মনে করছে ? তারা কি ধরা ছোয়ার বাহিরে রয়েছে ? এগুলো দেখার কি খেও নেই ?
হাজার হাজার মানুষের জীবন নিয়ে খেলার মানে কি ?
আমিতো বুঝি না সরকার এত চুপ কেন ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।