আমাদের কথা খুঁজে নিন

   

বাজারের থলে

মানুষ বাজারের থলে অপূর্ণ দেখ্ই সুন্দরী গিন্নির রক্ত চোখে অর্থনীতি খাবিখায় বাজার ফেরতা ক্লান্ত লোকটি ফ্যাকাশে মুখে দরোজায় কড়া নাড়ে, ঘামে ভেজা কপাল কাঁপায়। কড়াটা না নাড়লেই ভালো ছিল, সিঁড়ি ভেঙ্গে উঠে দরোজায় মুখে কিছুটা সময় অপেক্ষায় থাকা মন্দ নয়! ভিতর বাহির চাপাচাপিতে সময় আজ বড় দুঃসময়। অনটনী যাতাকলে টুকরো কাচের কণ লোম কূপে কূপে বিঁধে সুন্দরীর রঙ গাঢ় লাল হয় পুড়ে পুড়ে ছাই অনিশ্চয়তায় গৃহের চৌকাঠ নড়ে। নড়ে গাঁও, নড়ে হাট, বাজার, শহর গৃহস্তের বিশ্ব, নাগরিকের সড়ক নড়ে নড়ে কেউ কেউ পড়ে যায় কেউ কেউ হাঁটু গেঢ়ে বসে কা'রো কা'রো গিন্নি রেগে লাল কা'রো বেসামাল, তবু বাজারের থলে ব্যস্ত চলা চলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।