আমাদের কথা খুঁজে নিন

   

নীড়

যদি পাখি হতে পারতাম,
ঐ নীল মুক্ত গগনে উড়ে বেড়াতাম ।

উড়ে গিয়ে বসতাম ঐ নিমের ডালে ।
তারপর ঐ খড়ে ছাওয়া কুটিরের ফোকরে,
যেখানে আমার নীড় ।

ফসলের মাঠে হেঁটে হেঁটে
কখনো একটু উড়ে,
দুচোখ ভরে দেখতাম বাংলার রুপ ।
কোন এক সকালে
ঘুরে বেড়াতাম রবি শস্যের মাঠে ।


সেখানে সারাটা সকাল কাটিয়ে,

উড়ে গিয়ে বসতাম ঐ নিমের ডালে ।
তারপর ঐ খড়ে ছাওয়া কুটিরের ফোকরে,
যেখানে আমার নীড় ।

পুকুর পাড়ে
ফুলে ফুলে ভরে যাওয়া ঐ
জলপাইয়ের ডালে বসে
আনমনে গান গেয়ে ।
সারাটা বিকেল কাটিয়ে,
দক্ষিণা বাতাসে জলপাই ফুলের গ্রান
গায়ে মেখে,

উড়ে গিয়ে বসতাম ঐ নিমের ডালে ।
তারপর ঐ খড়ে ছাওয়া কুটিরের ফোকরে,
যেখানে আমার নীড় ।



রাতে বাঁশ বনে চাঁদ উঠলে
তার রুপালি স্নিগ্ধ আলোয় উড়ে বেড়াতাম ।
গায়ে শিশির মেখে
রাতের কোমল প্রকৃতি দেখে,

উড়ে গিয়ে বসতাম ঐ নিমের ডালে
তারপর ঐ খড়ে ছাওয়া কুটিরের ফোকরে,
যেখানে আমার নীড় । ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।