আমাদের কথা খুঁজে নিন

   

নীড় হারা পাখি

পাখি নীড় ছেড়ে যেতে পারে। যায়ও! পাখি উড়তে পারে আকাশের বুকে ডানা মেলে। মনের খেয়ালে সব কিছু পিছনে ফেলে। যেতে পারে ঐ দূর দিগন্তের সীমানায়, হারাতে পারে বহুদূর অজানায়। নীড় ছাড়ে পাখি আকাশের ডাকে।

মিছে আশা খুজে শূন্যের বুকে। আকাশ তাদের স্বপ্ন দেখায়, দুটি চোখে স্বপ্ন আঁকায়। অথচ পারে না ছাড়িয়ে যেতে আকাশের ঐ সীমানা। অবশেষে নীড় ছাড়া ক্লান্ত পাখি, শেষ বিকেলে, নিয়ে হতাশার উদাস দুটি আঁখি, কখনো আসে ফিরে নীড়ে, কখনো তা পারে না। কারন ঠিকানাটা তখন হয় অচেনা।

(এমন পাখিগুলোর জন্য আমার হয় করুনা) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।