আমাদের কথা খুঁজে নিন

   

স্বা‍র্থের মাঝে খুজে যারা সুখ

যা হবার তা তো হবেই আজ-কাল-কিংবা পরশু
যে যাবার সে তো যাবেই ঝরিয়ে অঝর অশ্রু।

খাঁচায় বন্দি থাকে দেহ; হৃদয় নয়-
ভীতি মুখো-মুখি অন্তরে জাগে জয়।

স্বা‍র্থের মাঝে খুজে যারা সুখ হয়না তারা সুখি
সু‍খ খুজিতে দুখের তরীতে হয়ে উঠে ভারি দুখি।

স্ব‍প্নের মাঝে চলে যারা পথ করিতে হৃদয় জয়
থাকে‍ কি তাদের মরণ যন্ত্রণা হেরে যাবার কোন ভয়?

ছুটে চলে যে ঝরিয়ে ঘাম; গড়িতে নতুন কিছু-
সারা পৃথিবীর সফল হাঁসি নিয়ে ‍নেয় তার পিছু।
ম্লান হাঁসিতে দুখে যে সুখি-সুখে ঝরায় অশ্রু,
সেই‍ তো জানে যা যাবার তা যাবে আজ-কাল কিংবা পরশু।

নিয়‍মের বেড়াজালে ভাবনার আকাশে তাই ঝরে বৃষ্টি,
নিরব নিরবতায় হে কবিতা তাই তোমার সৃষ্টি।

৭ চৈত্র ১৪২০ বঙ্গাব্দ
দিনাজপুর।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।