যদি প্রতিবাদী কন্ঠস্বরেরা জন্ম নেয়, তবেই আমি স্বাধীন হব। যদি ক্ষুদিরামেরা জন্ম নেয়, তবেই আমরা বুঝবো স্বাধীনতা কাকে বলে ! স্বাধীনতার মুখোশে মোড়ানো আমরাই একমাত্র পরাধীন, নির্বাক, বোকা। দোষ আমাদের নয়- দোষ তাদের, যারা স্বাধীনতা এনেছে, বোঝাতে চেয়েছে কিংবা চেয়েও পারেনি। আর সেই মাশুল আমরা দিচ্ছি শিশুর চিৎকারে, শকুনের সিৎকারে, যুবার রংঙিন রক্তে, কুমারীর অবাঞ্চিত সন্তান ধারনের কষ্টে, মায়ের পুত্রশোকে, পিতার আর্তনাদে ভাই, বোন, বন্ধুর আহাজারীতে ৭১ পূর্ব ৫২ পূর্ব ৪৭ পূর্ব স্বাধীনতার দিব্যি দিচ্ছি নাটকের মতো। প্রকৃতপক্ষে স্বাধীনতা কি বা কেমন হতে পারে ? তা আমাদের জানা নেই, আমরা শুধু জানি মোটা চালের ভাতে দুটো শুকনো পোড়া মরিচ ডলে খাবার নাম স্বাধীনতা। কিংবা, খুব কাছের নারীকে আলিঙ্গনের নাম স্বাধীনতা। বলদের কাঁধে, কলের চাকায়, কেরানীর কলমে বেঁধে দেয়া সময়ের দাবী পূরণ নিশ্চিন্তে, নির্দ্বিধায়। আসলে স্বাধীনতা কি? ধোঁয়া তোলা সেদ্ধভাতে মরিচের গন্ধ? প্রিয়তমা নারীর উষ্ঞতা? সত্য সময়ের অসত্য দাবী পূরণ? স্বাধীনতা মানে- আমি, তুমি আমরা যা চাই তা যেন আমার তোমার আমাদের মত করে অধিকার করি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।