আমাদের কথা খুঁজে নিন

   

ভোটের আগে ৬ জেলার এসপি বদল

নোয়াখালীর পুলিশ সুপার আনিসুর রহমানকে যশোরে পাঠানো হয়েছে। যশোরের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রকে উপ-পুলিশ কমিশনার করে ঢাকা মহানগরে আনা হয়েছে।

খুলনার পুলিশ সুপার গোলাম রউফ খানকে উপ-পুলিশ কমিশনার করে বরিশালে পাঠানো হয়েছে। খুলনায় তার স্থানে এসেছেন লালমনিরহাটের পুলিশ সুপার হাবিবুর রহমান।

ঢাকার উপ-পুলিশ কমিশনার ইলিয়াছ শরীফকে নোয়াখালীর পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়েছে।

বরিশালের উপ-পুলিশ কমিশনার টি এম মুজাহিদুল ইসলামকে পুলিশ সুপার করে লালমনিরহাটে বদলি করা হয়েছে।

ফাইল ছবি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই পুলিশ কর্মকর্তাদের বদলির প্রস্তাব দিলে নির্বাচন কমিশন তাতে অনাপত্তি জানিয়েছে বলে কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন।

চতুর্থ উপজেলা নির্বাচনের চতুর্থ দফায় রোববার দেশের ৪৩ জেলার ৯১ উপজেলায় ভোটগ্রহণ হবে।

ইতোমধ্যে তিন পর্বে দেশের ২৯৪ উপজেলায় ভোট শেষ হয়েছে। পঞ্চম পর্যায়ে ৭৪ উপজেলায় ভোট হবে ৩১ মার্চ।

দেশের ৪৮৭ উপজেলার বাকিগুলোয় মে মাসে ভোট হবে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।