আমাদের কথা খুঁজে নিন

   

ক্যারিয়ার সেরা ইনিংস

শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপদে পড়েছিল পাকিস্তান। চাপের মুখে দাপুটে ব্যাটিং করে পাকিস্তানকে খাদ থেকে টেনে তোলেন উমর আকমল। ৫৪ বলে খেললেন ৯৪ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। ৯টি বাউন্ডারির সঙ্গে ৪টি বিশাল ছক্কা হাঁকান। বড় ভাই কামরান আকমলের সঙ্গে গড়েন ৫১ বলে ৯৬ রানের দারুণ এক জুটি।

কামরান ৩১ বলে করেন ৩১ রান। এই জুটিতে ভর করেই ১৯১ রানেই পাহাড়সম এক স্কোর করে পাকিস্তান। কাল মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি না হলেও তা নিয়ে আক্ষেপ নেই উমরের। তারচেয়ে বরং পাকিস্তানের হয়ে ম্যাচ জয়ী ইনিংস খেলতে পেরেও দারুণ খুশি পাকিস্তানের এই ওপেনার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলন তিনি বলেন, 'এই আমার টি-২০ ক্যারিয়ারে সেরা ইনিংস।

প্রথম ম্যাচে হারার পর এমনিতেই আমরা চাপে ছিলাম। তারপর দ্রুত দুই উইকেটের পতনের পর চাপটা বেড়ে যায়। কিন্তু বড় ভাই (কামরান) আমাকে বার বার বলছিলেন নিজের সামর্থ্য দেখাও। টিম ম্যানেজমেন্টও সাহস দিয়েছে। আমি শুধু ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাটিং করেছি।

তাছাড়া আমাদের বোলারাও দারুণ বোলিং করেছেন। ' দুই ভাইয়ে এক সঙ্গে ব্যাটিং করতে কেমন লাগে। এমন প্রশ্নে উমর বলেন, 'অনেক দিন পর আমরা এক সঙ্গে ব্যাটিং করছি। ভালোই লাগে। ' অধিনায়ক মোহাম্মদ হাফিজও কাল উমরের প্রশংসা করলেন।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।