আমাদের কথা খুঁজে নিন

   

হারিয়ে খুজি

স্বচ্ছ কাঁচের মত সুনীল আকাশ,
রুপালী চাঁদের মায়া ।
নারকেল পাতার আড়ালে
হারানো চাঁদ,
খুজে ফিরি আনমনে ।
আধো উঁকি দেয়া চাঁদ
খুজে পাইনা আমি ।
তবুও খুজে ফিরি
হারিয়ে যাওয়া নিস্তব্ধ
ভালোবাসা ।

আবার আকাশ দেখি ।
আলো ধারী চাঁদের কাছে
ছোট তারার মাঝে,
হারানো ভালোবাসা
আবার খুজি

সবুজের মায়া ছড়ানো
গহীন বন হতে বহু দূরে ।
সোনালী বালুবেলার
মরুভূমিকে পাশ কাটিয়ে,
পায়ে হাঁটা পথ তোমার চলার ।
যেন অনন্ত কাল ধরে
অনন্তহীন পথে ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।