আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচনী জ্বরে তারকাসদৃশ ব্যক্তিরাও

নির্বাচন আসলেই সাধারণত চোখে পড়ে প্রার্থী ও তাদের সমর্থকদের দৌঁড়ঝাপ। নিজেদের পছন্দের প্রার্থীকে জয়ী করে আনতে তাদের চেষ্টার কোনো কমতি পড়ে না। এটা যুগে যুগে সব দেশের যেকোনো নির্বাচনকালীন সময়ের ক্ষেত্রেই সত্য। তবে প্রার্থী এবং তাদের সমর্থকদের বাইরেও অনেককেই নির্বাচনী প্রচারে অংশ নিতে দেখা যায়।

 

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের কেন্দ্র তামিল নাড়ুতে চলচ্চিত্র জগতের তারকাদের মতো দেখতে ব্যক্তিদের ক্ষেত্রে একথা শতভাগ সত্য।

যেকোনো নির্বাচনের সময়ই তাদের চাহিদা আকাশচুম্বি হয়ে উঠে। ভারতের আসন্ন নির্বাচন সামনে রেখে ইতোমধ্যেই তাদেরকে রাস্তাঘাটে বেশ সরব দেখা যাচ্ছে। তারা যে শুধু কোনো প্রার্থীর পক্ষে স্রেফ প্রচারণা চালিয়েই ক্ষান্ত থাকেন তা কিন্তু না। অনেকেই মনে করেন নির্বাচনে ভোট ভাগিয়ে আনার ব্যাপারেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর কারণ ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিল নাড়ুতে নস্টালজিয়াকে একটা বড় শক্তি হিসেবে বিবেচনা করা হয়।

 

ভারতের দক্ষিণী ফিল্ডের জনপ্রিয় তারকা এম জি রামাচন্দ্র অনেক আগেই পরলোকগমন করলেও নির্বাচন আসলেই তার মতো দেখতে লোকদের নির্বাচনী প্রচারে বেশ সরব ভূমিকায় দেখা যায়।

ঠিক রামাচন্দ্রের মতোই দেখতে ৫৯ বছর বয়সী মি. থিয়াগরজন। আসন্ন লোকসভা নির্বাচনে প্রচারকাজ প্রসঙ্গে তিনি বিবিসি হিন্দিকে বলেন, আমাকে নির্বাচনী কাজে ব্যবহার করতে ইতোমধ্যে পাঁচ লোক ভাড়া করেছে।

 

থিয়াগরজনের মতো তারকাসদৃশ আরো অনেকেই নির্বাচনে প্রচারকাজে অংশ নিয়ে যেমন অন্যের মনোরঞ্জন ও জয়ে ভূমিকা রাখেন তেমনি নিজেদের জন্য অর্থ উপার্জনের একটা উত্সও পেয়ে যান।  



সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.