[পূর্ব প্রকাশের পর]১. মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত উষ্ণ হয় কারণ- উত্তর : মেঘ মাটি থেকে বায়ুতে তাপ বিকিরণে বাঁধা দেয় ২. এর মধ্য কোন পদার্থ প্রকৃতিতে পাওয়া যায়- ক. কাগজ খ. রাবার গ. গ্লিসারিন ঘ. প্লাস্টিক উত্তরঃ খ৩. উচু পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে কারণ উচু চূড়ায়- ক. বায়ুর চাপ কম খ. ঠাণ্ডা বেশি গ. বায়ুর চাপ বেশি ঘ. অক্সিজেন কম উত্তরঃ ক৪. কাগজের প্রধান রাসায়নিক উপাদান ক. রেজিন খ. সেলুলোজ গ. লিগনিন ঘ. হেমিসেলুলোজ উত্তরঃ খ৫. রাস্তা বা ছাদের আবরণ হিসাবে ব্যবহৃত পিচ কোনটি থেকে তৈরি করা হয়? ক. চুনাপাথর খ. বালি গ. পেট্টোলিয়ামের অবশেষ ঘ. অ্যামোনিয়ার কালো লিকার উত্তরঃ গ৬. টুথপেস্টে ফ্লোরাইড ব্যবহার করা হয় কেন? খ. এটা দাঁতের গোড়া ফুলা বন্ধ করে খ. এটা দাঁতের ক্ষয় রোধ করে গ. দাঁতের রক্ত পড়া বন্ধ করার কাজে ঘ. কোনটিই নয় উত্তরঃ খ৭. পেট্রোল এর আগুন পানি দ্বারা নেভানো যায় না কারণ- ক. পেট্রোল পানির সাথে মিশে না খ. পেট্রোল পানির চেয়ে হালকা গ. পেট্রোলের সাথে পানি মিশে যায় ঘ. ক ও খ উভয়ই ঠিক উত্তরঃ ঘ৮. পানি ঢেলে কেরোসিনের আগুন নেভানো যায় না কারণ- ক. পানির অক্সিজেন কেরোসিনকে জ্বলতে সাহায্য করে খ. কেরোসিন পানির চেয়ে হালকা গ. পানি কেরোসিনের চেয়ে হালকা ঘ. জ্বলন্ত কেরোসিনের সংস্পর্শে আসা মাত্রই পানি জলীয় বাষ্পে পরিণত হয় উত্তর ঃ খ৯. বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে রাখা হয় কারণ- ক. বেশি টানে পিলার হেলে যেতে পারে খ. টান করে তার লাগানো সম্ভব নয় গ. শীতকালে ঠাণ্ডায় তার সংকুচিত হয় ঘ. উপরের সবগুলোই ঠিক উত্তরঃ গ১০. পুরু কাচের গ্লাসে গরম পানি রাখলে তা ফেটে যায় কারণ- ক. গ্লাস তাপের অপরিবাহী বলে খ. গ্লাস তাপের সুপরিবাহী বলে গ. কাচের গলনাঙ্ক কম বলে ঘ. গ্লাসের ভিতরে ও বাহিরে অসম আয়তন প্রসারণের জন্য উত্তরঃ ঘ১১. একখণ্ড পাথরকে উত্তপ্ত করলে ফেটে যায় কেন? ক. ভিতরের অংশ থেকে বাহিরের আবরণ বেশি উত্তপ্ত ও প্রসারিত হয়, তাই ফেটে যায় খ উত্তপ্ত পাথরে বেশি শক্তি সঞ্চয় হয়, তাই ফেটে যায়. গ.ভিতরের অংশ উত্তপ্ত হওয়ার ফলে বাহিরের দিকে চাপের সৃষ্টি করে, তাই ফেটে যায় ঘ. পাথরের বাঁধন হালকা হয়ে যায় বলে ফেটে যায় উত্তরঃ ক১২. তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ ক. বায়বীয় পদার্থ খ. নরম পদার্থ গ. কঠিন পদার্থ ঘ. তরল পদার্থ উত্তরঃ খ১৩. তরল পদার্থের প্রসারণ বলতে কি ধরনের প্রসারণ বুঝায়? ক. আয়তন প্রসারণ খ. দৈর্ঘ্য ও ক্ষেত্র প্রসারণ গ. প্রস্থের প্রসারণ ঘ. ক্ষেত্র প্রসারণ উত্তর ঃ ক১৪. কোন উষ্ণতায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? ক. ০è সেলসিয়াস খ. ৪è সেলসিয়াস গ. ১০০è সেলসিয়াস ঘ. ৩২è ফারেনহাইট উত্তরঃ খ ১৫. পানি বরফে পরিনত হলে কি ঘটে? ক. আয়তনের পরিবর্তন ঘটবে না খ. আয়তন বেড়ে যাবে গ. ভর কমে যাবে ঘ. ঘনত্ব বেড়ে যাবে উত্তর ঃ খ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।