রাহুল গান্ধী জানিয়েছেন, আবার কেন্দ্রে ক্ষমতায় আসবে কংগ্রেস। বিজেপির বেলুন ফুটো হয়ে যাবে। গতকাল বুধবার দলের ইশতেহার প্রকাশ উপলক্ষে তিনি এ কথা বললেন। এসময় রাহুল নরেন্দ্র মোদীরও সমালোচনা করেন।
ইশতেহার প্রকাশের পর সাংবাদিকদের রাহুল গান্ধী বলেছেন, বিজেপি প্রচারটা ভালো করতে জানে।
২০০৪ সালে তারা 'ইন্ডিয়া শাইনিং' প্রচার চালিয়েছিল। ভারত নাকি বিভিন্ন ক্ষেত্রে অনেক এগিয়ে গিয়েছিল।
তিনি বলেন, বিভিন্ন সমীক্ষায় দাবি করা হয়, বিজেপি-ই ক্ষমতায় ফিরছে। ফল কী হয়েছিল, সবাই জানে। ২০০৯ সালেও তাই হয়েছিল।
এবারও বলা হচ্ছে, বিজেপি ক্ষমতায় আসবে। কিন্তু আমি বলছি, কংগ্রেসই ফিরবে ক্ষমতায়। আমি ৯০ শতাংশ নয়, ১০০ শতাংশ নিশ্চিত।
নরেন্দ্র মোদী সম্পর্কে এক প্রশ্নের জবাবে রাহুল বলেন, ব্যক্তিগতভাবে আমার সঙ্গে তার কোনও লড়াই নেই। তাই ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে কিছু বলার নেই।
তিনি একটা মতাদর্শের প্রতিনিধিত্ব করেন। সেই মতাদর্শ হল মানুষের সঙ্গে মানুষের লড়াই বাধিয়ে দেওয়া। আমার আপত্তি সেইখানে। সেই মতাদর্শগত জায়গা থেকে আমি মোদীর বিরোধিতা করছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।