খারাপ আবহাওয়ার কারণে নিখোঁজ বিমানের উদ্ধার কার্য আপাতত বন্ধ রাখা হয়েছে। দক্ষিণ ভারত মহাসাগরীয় অঞ্চলে আকাশ এবং জলপথে বিমানের খোঁজ চালাচ্ছিল বিশ্বের প্রায় ২৬টি দেশ।
ইতিমধ্যেই বিমান নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়েছে। সন্ধেহ করা হয়েছিল ভারত মহাসাগরের দক্ষিণ প্রান্তেই বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যাবে। ওই অঞ্চলেই এতদিন ধরে তল্লাশি চালিয়েও বিমানের হদিশ পাওয়া যায়নি।
উল্লেখ্য, চলতি মাসের ৮ তারিখে কুয়ালা লামপুর থেকে চিনের রাজধানী বেজিং যাওয়ার পথে মাঝ আকাশ থেকে ২৩৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে যায় এমএইচ ৩৭০। এর পর থেকেই নিখোঁজ বিমানের খোঁজে নেমে পড়ে বিশ্বের ২৬টি দেশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।