অফিস থাইকা প্রথম বারের মতো দীর্ঘ ছুটি(২৩ দিন)লইয়া সোজা ঢাকায়। বন্ধুর দোকানে বইসা আড্ডা দিতাছি,এমন সম ফোন আইল।
কয়েক দিন ধইরা আমার মুবাইলডা পাগলামি শুরু করছে । আমি যেই রিংটোন সেট কইরা দেই ,কল আসলে সেইটা না বাজাইয়া নিজে নিজে পণ্ডিতি কইরা সিস্টম থাইকা রিংটোন সেট কইরা বাজায়!ভাবখানা এমন, নিজের পছন্দ করা রিংটোন নিজে বাজাইব আমি সেট করার কে!
রিংটোন চেন্জ হওয়ার কারণে ভাবলাম বন্ধুর ফোন। ফোন ধরনা ক্যান কইয়া বন্ধুরে ধমক দিলাম।
হে উল্টা ধমক দিয়া কইলো তোমার কল আমি ধরুম ক্যান!
-হ্যালো...
-আপনি কি মি. ......বলছেন?
-হ ..কে..
-আমি Bangladesh Edible Oil Ltd. থেকে বলছি। আপনি' Rupchanda Spicy Hot Quiz Contest 'এ অংশগ্রহণ করে......
-হ করছিলাম..মুবাইল কি পাইছি?
-জ্বী, আপনি মোবাইল বিজয়ী। অভিন্দন আপনাকে!
-কবে দিবেন?
-আপনাকে ফোনে জানানো হবে।
কোন দিক দিয়া যে ছুটির দিনগুলা শেষ হইয়া গেল টেরও পাইলাম না।
আবার সেই বিরক্তিকর শহরে আগমন।
দশটা-ছয়টা অফিস।
গত শনিবারে রুপচাঁদা থাইকা ফোন দিল। কোথায় আছি জানতে ছাইলো।
বাসার আড্র্রেস দিলাম।
কইলো,পাঁচটার সম বাসার সামনে থাকতে ,গাড়ি দিয়া অফিসে নিয়া গিয়া পুরস্কার দিব।
জীবনে ম্যালা পুরস্কার পাইছি,হয় নিজে গিয়া আনছি,নইলে কুরিয়ারে পাঠাইয়া দিছে। কিন্ত কেউ গাড়ি দিয়া লইয়া যায় নাই!
একলা যাইতে ডর ডর লাগতেছিল। এক ছোড ভাইরে লইয়া বাসার নিছে খাড়াইলাম।
সোয়া পাঁচটার দিকে গাড়ি নিয়া আইসা অফিসে নিয়া পুরস্কার দিল।
NOKIA ASHA 305 এবং সেই সাথে একখান সার্টিফিকেট!
কুইজে একটা প্রশ্ন আছিলো,''রুপচাঁদা গুড়া মরিচ ব্যবহারে রান্নায় কী ধরনের সুবিধা পাওয়া যায়?''
যেই আমি গরম পানি ছাড়া কিছুই রানতে জানি না,হেই আমি এই প্রশ্নের উত্তর দিয়া বিজয়ী হইছি!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।