আমার লেখা কেও পড়ুক আর না'ই পড়ুক, আমি লিখব, লিখেই যাব। "আহমেদ সজীব আমান। "
ক্রিকেট সারা পৃথিবীতে একটা জনপ্রিয় খেলা। আমাদের দেশও তার ব্যতিক্রম নয়। এদেশের সকল স্থানে এই খেলাটি চালু রয়েছে।
কি গ্রাম কি শহর সকল স্থানে এর তুমুল জনপ্রিয়তা। আমরা ছোটতে কত মজা করেই না এই খেলাটি খেলেছি। ক্রিকেট বলের অভাব আমাদের রুখতে পারেনি। জাম্বুরা বা পলিথিনকে মুড়িয়ে গোল করে বল বানিয়ে কত খেলেছি তার ইয়াত্তা নেই। ব্যাটের বদলে লাঠি, স্ট্যাম্পের বদলে পাটখড়ি।
গ্রামে মাঠ ছিল উন্মুক্ত। যতো জোরে পারতাম মারতাম। আমাদের কোন বাউন্ডারি ছিল না।
কিন্তু এখন মাঠের সংকটের কারণে ক্রিকেট মাঠের যেমন সংকোচন ঘটেছে তেমনি ঘটেছে খেলার নিয়মের (লোকাল)। শহরে বা গ্রাম যেখানেই হোক এখন পর্যাপ্ত মাঠ পাওয়া দুষ্কর হয়ে উঠেছে।
তাই এখনকার ছেলেরা খেলছে সার্কেল ক্রিকেট। যে খেলার নিয়ম হল- বাউন্ডারি অনেক ছোট হতে হবে, ফোর মারা যাবে, সিঙ্গেল রান নেওয়া যাবে, কিন্তু ছয় মারা যাবে না; ছয় মারলে আউট, এর একমাত্র কারণ হল মাঠ নেই, জোরে মারলে বল হারিয়ে যাবার সম্ভাবনা রয়েছে।
এই খেলা এতই জনপ্রিয় যে মাঝে মাঝে ট্রুনামেন্ট অনুষ্ঠিত হয়। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের দেশের ক্রিকেটের ভবিষ্যৎ অনেক অসুবিধার সম্মুখীন হতে পারে। যে খেলার নিয়মই হল হাত খুলে মারা যাবে না, ছয় মারলে আউট হয়ে যাবে; তাহলে কিভাবে আমাদের দেশের ভবিষ্যৎ ক্রিকেটারেরা ক্রিস গেইল হবে? ছোট থেকেই যদি মাঠের অভাবে প্রান ভরে শট খেলতে না পারে তাহলে কিভাবে আমরা ছয় মারব?
আমাদের উচিত হবে যে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পর্যাপ্ত খেলার মাঠের বাবস্থা করা তা না হলে দেশের লীগ খেলা কারো বড় এপার্টমেন্টের ছাদে অনুষ্ঠিত হতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।