লক্ষ্যহীন জীবন, তবু ছুটে চলাই নিয়োতি, এটুকুই আমি। আমার দাদার দাদা ছিলেন বৃহত্তর নোয়াখালী এলাকার বাসিন্দা। যে কোন কারনেই হোক, তার ছেলে অর্থাত্ আমার দাদার বাবা নোয়াখালী হতে বরিশাল এসে আবাস গড়েন।
সরদার সাহেব, অর্থাত্ আমার দাদা ছিলেন সত্যিকারের একজন ভালো মানুষ। তিনি তার ছেলেমেয়েদের নিয়ে বরিশাল জেলাতেই স্থায়ী আবাস গড়েন, আমৃত্যু সেখানেই ছিলেন।
কিন্তু তার ছেলেদের পক্ষে রাজধানীর ডাক উপেক্ষা করা সম্ভব হয়নি। ফলাফল: আমার বেড়ে উঠা এই ঢাকার শহরেই।
এইচ এস সি পরীক্ষা দেয়ার সময় থেকেই শখ ছিল ঢাকার বাইরের কোন একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হব, কিন্তু সরদার সাহেবের ছেলে অর্থাত্ আমার বাবার স্থির কথা; 'বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে ঢাবি'তেই পড়তে হব'।
যাই হোক; তাকে খুব বেশি হতাশ করিনি, ঢাবিতেই ছিলাম।
মাস্টার্স শেষ, এবার চাকুরী জীবন।
সরকারী একটা প্রজেক্ট এ সুযোগও পেয়ে গেলাম। চাকুরী শুরু, পোস্টিং? গল্পের একদম শুরুতে। জেলা লক্ষীপুর, বৃহত্তর নোয়াখালী।
এটাই মে বি জীবনের সার্কেল; ফিরে যাচ্ছি পূর্ব প্রজন্মের কাছে।
সবার কাছে দোয়াপ্রার্থী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।