আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপে ব্রাজিল দলের বিলাসবহুল ঘাঁটি

সম্পূর্ণ নতুন আঙ্গিকে গড়ে ওঠা গ্রানিয়া কোমারি কমপ্লেক্স নামে এই কেন্দ্রটির সম্প্রতি উদ্বোধন হয়। তারই উদ্বোধন অনুষ্ঠানে ব্রাজিলের কোচ লুই ফেলিপে স্কলারি বলেন, “ক্লাবে খেলোয়াড়েরা যেসব সুবিধা পেয়ে থাকে, এখানে তার চেয়েও বেশি কিছু পাবে তারা। ”

রিও ডি জেনেইরো থেকে ৯১ কিলোমিটার দূরে বিশাল এই কমপ্লেক্সটি ২৭ বছর আগে তৈরি হয়। তখন কয়েকশ’ খেলোয়াড়ের প্রশিক্ষণ চলত এখানে। সুযোগ সুবিধাও ছিল সাধারণ মানের।

তখন বিশাল দুটি রুমে খেলোয়াড়েরা থাকতো।

এখন কেন্দ্রটিতে আছে ৩৯টি রুম। প্রতিটি রুমের সঙ্গে আছে আলাদা বাথরুম, বিশাল আকারের বিছানা এবং বড় পর্দার টিভি। এছাড়া পাহাড় বেষ্টিত কেন্দ্রটিতে আছে সুইমিং পুল, ক্যাফেটেরিয়া। তাছাড়া খেলোয়াড়রা যেন তাদের বন্ধু বান্ধব ও পরিবারদের আপ্যায়ন করতে পারে তার জন্য রয়েছে আরো একটি জায়গা।



বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করার পর এখানেই থাকবে ও অনুশীলন করবে ব্রাজিল দল।

কেন্দ্রটিতে যেসব সুযোগ সুবিধা আছে তা দেখার পর বিগ ফিল নামে পরিচিত স্কলারি খুবই সন্তুষ্ট হয়েছেন। তার বিশ্বাস, এখানে আসার পর খেলোয়াড়দের নতুন করে চাওয়ার আর কিছুই থাকবে না।

“এখন (বিশ্বকাপ জয়ের স্বপ্নটাকে সত্যি করার) দায়িত্বটা আমাদের। ”

২০০২ সালে স্কলারির অধীনেই পঞ্চম বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল।

এবারও শিরোপা জিততে আশাবাদী ৬৫ বছর বয়সী স্কলারি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।