আমার কলেজ ফ্রেন্ড নাছিমা|কলেজ লাইফে তার সাথে কখনো কথা হয়ছে কিনা মনে পড়ছে না|যতটুকু দেখেছি,জুঁই এবং নাছিমার মধ্যে খুবি ভাল সর্ম্পক ছিল|কলেজ শেষ হবার পর নাছিমার সাথে আর দেখা হয়নি|স্মৃতিতে যতটুকু মনে আছে|
তার সাথে সর্বশেষ দেখা হয়েছিল|দ্বিতীয় বার ভার্সিটি ভর্তি পরীহ্মা দেওয়ার সময়|সেদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীহ্মা ছিল|ভর্তি পরীহ্মা শেষ হলে|জুঁই আর নাছিমা ভর্তি পরীহ্মা শেষ করে|ইডেনের রাস্তা দিয়ে আসার সময় তখনি দেখা হয়|আমি আগে দেখতে পেলেও, কথা বলার সাহস আমার ছিল না বলে|শ্যামলকে বললাম, এরা আমাদের বান্ধবী না|ও বললো তাইতো|পরে ওদেরকে ডাক দেয়|তখন একটু কথা হয়|তখন জানতে পারলাম নাছিমার জাবিতে চান্স হয়ে গেছে|আর জুঁই ইডেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীহ্মা দিল|আমি কোথায় চান্স পেয়েছি,সেটাও বললাম|
আমি আগে থেকে শুনেছিলাম নাছিমার নাকি প্রচন্ড ভাব|কিন্তু ওর সাথে কথা বলার পর আমার তা মনে হয়নি|পরে ওরা চলে যায়|এরপরে এখন পর্যন্ত আর দেখা হয়নি| ফোনে মাঝে মাঝে ওর সাথে যোগাযোগ হয়|
এইতো গত কয়েকদিন আগে ,ওদের ইতিহাস বিভাগ ট্যুরে এসেছিল চট্রগ্রাম|ফোন দিয়েছিল,কিন্তু সময় স্বল্পতার কারনে আর দেখা হয়নি|আবার কবে দেখা করার সুযোগ হবে জানি না|
বন্ধু, তোমাকে মনে পড়ে|
যাই হোক ফেসবুকের মাধ্যেমে জানতে পারলাম|আজ নাছিমার জন্মদিন|
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো|ভাল থেকো তুমি|
আগামী দিনগুলো তোমার অনেক ভাল কাটুক|
শুভ কামনা . . . . .
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।