বর্তমান সংসদকে অবৈধ আখ্যায়িত করে তিনি বলেছেন, “বিরোধী দল নেতা পরিচয়দানকারী এখন বলেছেন, চাপের মুখে তিনি নির্বাচনে গেছেন। এখন তিনি বলছেন, রাজনীতি করবেন না, রাজনীতি ছেড়ে দেবেন।
“তাই তাকে বলব, এখনো সময় আছে, পদত্যাগ করে চামড়া বাঁচান। ”
শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএফইউজের একাংশের সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য রওশনের উদ্দেশে একথা বলেন বিএনপি চেয়ারপারসন।
তিনি বলেন, “এই সংসদ জনপ্রতিনিধির সংসদ নয়।
সংসদে একটি বিরোধী দল একটি আছে, এটা সরকারের গৃহপালিত ও অনুগত। সরকার যা আদেশ করছে, তা তাদের মানতে হচ্ছে; মানতে বাধ্য। ”
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের প্রতি ইঙ্গিত করে খালেদা বলেন, “এই সরকারপ্রধান এমন একজনকে বিশেষ উপদেষ্টা বানিয়েছেন, মুক্তিযুদ্ধের সময়ে ভূমিকা কী ছিল?
“একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে এই ভদ্রলোক পশ্চিম পাকিস্তান থেকে দেশে ছুটি কাটিয়ে আবার সেখানে ফিরে গিয়েছিলেন। এগুলো হচ্ছে আওযামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার নমুনা। ”
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না দাবি করে বিএনপি চেয়ারপারসন বলেন, “আওয়ামী লীগ শুধু রাজাকার রাজাকার বলে।
অথচ তাদের নিজেদের দলে কত রাজাকার আছে, তা দেখে না। ”
“সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের সময়ে কোথায় ছিল? সে পাকিস্তানি প্রশাসনের সঙ্গে কাজ করেছে। তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছিল,” । মহীউদ্দীন খান আলমগীরকে ইঙ্গিত করে বলেন তিনি।
বিএনপি আন্দোলন করতে ব্যর্থ- ক্ষমতাসীন দলের নেতাদের এই বক্তব্যের জবাবে খালেদা বলেন, “আওয়ামী লীগের মতো বাসে গান পাউডার মেরে মানুষ হত্যা, লগি-বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে মারার মতো আন্দোলন বিএনপি করতে জানে না।
আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করি। ”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।