আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের নির্বাচনে শোবিজ তারকারা

বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নির্বাচনে তারকাদের অংশগ্রহণ নতুন কিছু নয়। কিন্তু ভারতের প্রতি নির্বাচনে তারকাদের অংশগ্রহণ সব দেশের থেকেই বেশি। প্রতিবারই বিপুল পরিমাণ তারকা ভারতের লোকসভা নির্বাচনে অংশ নেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। কোনো কোনো তারকা সরাসরি নির্বাচনে ভোটযুদ্ধে নামলেও, নির্বাচনের মাঠে প্রচারণায় আছেন অগণিত তারকা।

কংগ্রেস, বিজেপি, সমাজবাদী, আম আদমি, তৃণমূলসহ প্রায় সব দলই শোবিজ তারকাদের টানার চেষ্টা করছে নিজ নিজ দলে।

আগে থেকেই বলিউডের ড্রিমগার্ল হেমা মালিনী, শত্রুঘ্ন সিনহা, জয়াপ্রদা, রাজ বাব্বর, শতাব্দী রায়, তাপস পালের মতো তারকারা ভারতের লোকসভার সদস্য আছেন। এবারও তারা নির্বাচনী যুদ্ধে নেমেছেন।

এবার লোকসভা নির্বাচনে শোবিজ থেকে এসেছে অনেক নতুন মুখ। তারা হলেন কিরণ খের, মুনমুন সেন, দেব, বিশ্বজিৎ, সন্ধ্যা রায়, গুল পাং, নাগমাসহ তামিল, মারাঠি, গুজরাটি, তেলেগু, অসমিয়া ছবির অনেক তারকা।

এ তো গেল নির্বাচনে সরাসরি প্রার্থী হয়ে লড়াইকারী সদস্যদের নাম। এর বাইরে নির্বাচনী প্রচারণায় আসছেন আরও তারকাও। তারকাদের জনপ্রিয়তা ভোটের প্রচারে কাজে লাগাতে উঠে-পড়ে লেগেছেন কংগ্রেস, বিজেপি ও সমাজবাদী পার্টি। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খানকে এ ব্যাপারে প্রস্তাব দেওয়া হচ্ছে। আর সালমান খান প্রচারণায় নেমে গেছেন।

প্রচারে নামার সমূহ সম্ভাবনা মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, ক্যাটরিনা কাইফের মতো নায়িকাদেরও। জনপ্রিয় তারকাদের সমর্থন ঝুঁকে আছে কংগ্রেসের দিকে।

অন্যদিকে পশ্চিম বাংলায় নায়ক দেবের হয়ে প্রচারণায় নামছেন মিঠুন চক্রবর্তী, প্রসেনজিতের মতো তারকারা। মুনমুন সেন, সন্ধ্যা রায়, দেব যেমন তৃণমূলের প্রার্থী হয়েছেন, তেমনই রাজ্যে বাপ্পি লাহিড়ী বা বাবুল সুপ্রিয়কে প্রার্থী করে শোবিজ তারকাদের প্রাধান্য দিয়েছে বিজেপিও।

আমির খানও আবার কংগ্রেসের একটি মহলের যথেষ্ট ঘনিষ্ঠ।

কংগ্রেস বলিউডের গ্ল্যামারকে কাজে লাগাতে নাগমাকে মিরাট থেকে প্রার্থী করেছে। মুম্বাইয়ে এবারও প্রার্থী হয়েছেন সুনীল দত্তের কন্যা প্রিয়া। বিজেপি আবার পাটনা সাহিব থেকে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছে। প্রার্থী হয়েছেন কিরণ খের, স্মৃতি ইরানিও। এদিকে গতকাল নির্বাচনে প্রার্থী হয়ে লড়াই করার ঘোষণা দিয়েছেন রাখী সাওয়ান্তও।

হঠাৎ তার এই ঘোষণা চাঞ্চল্য তৈরি করেছে। অনেকের ধারণা তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন। কিন্তু না, তিনি জানিয়েছেন তাকে একটি রাজনৈতিক দল প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছে। রাখী শীঘ্রই দলটির নাম জানাবেন সবাইকে।

শুধু কি নির্বাচনী প্রচারণা আর প্রার্থিতাই, তারকারা কথার ঝড়ও তুলেছেন।

একেবারে পাকা রাজনীতিবিদদের মতো কথার জাদুতেও পিছিয়ে নেই তারকারা। তারা ভোট তো চাইছেনই, বিপক্ষ শিবিরের সমালোচনাও করছেন বেশ মুখরোচকভাবে। তবে নির্বাচন নিয়ে বেফাঁস মন্তব্য করে আবার ফেঁসে গেছেন নায়ক দেব। তিনি নির্বাচনকে 'ধর্ষণ'র সঙ্গে তুলনা করেছেন। এ জন্য নির্বাচন কমিশন চটেছে তার ওপর।

তবে প্রার্থিতা বাতিল হবে না।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.