আমাদের কথা খুঁজে নিন

   

এনড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট টিউটোরিয়াল [পর্ব-০২]

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট টিউটোরিয়াল এর ২য় পর্ব । প্রথম পর্বে এনড্রয়েড অপারেটিং সিস্টেম এবং এনড্রয়েড অ্যাপস  সম্পর্কে খুঁটিনাটি আলোচনা করা হয়েছিল । আজ আলোচনা করা হবে এনড্রয়েড অ্যাপস তৈরীতে যা যা প্রয়োজন সে গুলো নিয়ে ।
সবকাজেই কোন না কোন প্রস্ততির প্রয়োজন হয় । আর তেমনি এনড্রয়েড অ্যাপস তৈরীতেও পূর্ব প্রস্ততির প্রয়োজন রয়েছে ।

এনড্রয়েড অ্যাপস তৈরীর জন্য অবশ্যই আপনার একটি ভাল মানের কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ এর প্রয়োজন ।
এবং সবচেয়ে বড় প্রস্ততি হল আপনাকে প্রথমে এনড্রয়েড ব্যবহারকারী হতে হবে । এবং অ্যাপস গুলোর কাজ সম্পর্কে ধারণা থাকতে হবে । তাছাড়া ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ HTML, CSS জানা থাকা দরকার এবং প্রোগ্রামিং JAVA জানা থাকা ভাল ।
এনড্রয়েড অ্যাপস তৈরীতে কিছু সফটওয়্যার এর প্রয়োজন হয় ।

এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহারিত হল জাভার JDK(Java Development Kit,) ও এনড্রয়েড এর ADT Plugin  ও SDK সহ একত্রে ADT  Bundle (এটি এনড্রয়েড এর নিজস্ব)
JDK ডাউনলোড লিংক
এখান থেকে আপনার কম্পিউটার এর অপারেটিং সিস্টেম অনুযায়ী অর্থাৎ 32 বা 64-bit এর ফাইলটি ডাউনলোড করে নিন ।
কীভাবে বুঝবেন আপনার কম্পিউটারে কত বিট এর অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে ?
প্রথমে আপনার কম্পিউটার এর Computer Menu তে যান ও সবার নিছে Properties লিখায় ক্লিক করুন তারপর এমন একটি এন্টারফেছ আসবেঃ

উপরে লক্ষ করুন লাল দাগের ভিতর লিখা 32-bit Operating System অর্থাৎ আমার কম্পিউটারে ৩২ বিট অপারেটিং সিস্টেম ব্যবহার করেছি ।
এখন জাভার JDK লিঙ্কে ক্লিক করার পর এমন একটি এন্টারফেছ আসবেঃ

এবং উপরের Download বাটনে ক্লিক করুণ তার পর এমন আসবে

এখান থেকে আপনার টি বাছাই করুণ এবং Accept License Agreemen ক্লিক করে ডাউনলোড শুরু করুণ ।
এনড্রয়েড ADT(Android Development Kit) Plugin & SDK (Software Development Kit) এক সাথে ADT Bundle এটি এনড্রয়েড এর নিজস্ব সাইট থেকে ডাউনলোড করে নিন পূর্বের নিয়মে তথা আপনার কম্পিউটার এর অপারেটিং সিস্টেম অনুযায়ী ।
ডাউনলোড লিংক
পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করলাম ।


(পোস্টটি লিখেছেন ময়মনসিংহসোর্স এর আরাফাত রহমান)
-ধন্যবাদ সবাইকে ।

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.