অভ্র, যুগান্তকারী বাংলা লেখার সফটওয়ার। জটিল কিবোর্ড লেআউট মুখস্থ করতে না পেরে যারা বাংলা লেখাকে ভুলতে বসেছিলেন, বিদেশী ভাষায় চালিয়ে যাচ্ছিলেন বাংলা লেখা, তাদের জন্য, আমাদের সবার জন্য আশীর্বাদ হয়ে আসে ফ্রি সফটওয়ার অভ্র। অভ্রর সহজবোধ্য লেখার উপায় ও ইউনিকোড ভিত্তিক ফন্টের কারণেই আজকের ব্লগিং জগতে বাংলার এই সদর্প পদচারণা। এই গ্রুপটিতে আমরা অভ্র নিয়ে কথা বলবো, অভ্রর এই সঙ্কট মুহূর্তে প্রিয় সামহয়ারইন ব্লগের ব্লগারদের কণ্ঠে ধ্বনিত হবে - "ভাষা হোক উন্মুক্ত"। এনড্রয়েড মোবাইলে গেম না খেললে আর এনড্রয়েড এর কি মজা থাকে ... বাট চার্জের একটা ব্যাপার থাকে... কিন্তু গেম খেলাটা কিন্তু আসে...
আজকে কিছু এনড্রয়েড গেমস সবার সাথে শেয়ার করবো... আশা করি ভালো লাগবে...
১. টেম্পল রান অজঃ
পুরাই মাথা নষ্ট একটা গেম... মুটামুটি সব ধরনের এনড্রয়েড এই চালাতে পারবেন ।
টেম্পল রানের অজ ভার্শন আরকি । অজ মুভিটা দেখে থাকলে গেমটা খেলে আরও বেশী মজা পাবেন । মুভির মতো করেই কালারফুল এই গেমটা... আশা করি ভাল্লাগবে সবার । ডাউনলোড করুন এখান থেকে
সাইজ ২৪ মেগা ।
২. টার্বো ফ্লাই ৩ডিঃ
টাইম পাস গেম ।
আমার কাছে তো ভালই লাগলো । খেলে দেখতে পারেন । সাইজ ছোট গেমটার... মাত্র ৬ মেগা... ডাউনলোড করুন এখান থেকে
৩. নিড ফর স্পিডঃ
এটা সম্পর্কে বেশীকিছু মনে হয় বলার নেই । সিম্পলই অসাম একটা গেম । খেলার জন্য অবশ্য একটু ভালো এনড্রয়েড ভার্শন দরকার হতে পারে ।
এখানে অবশ্য আপনাকে এপিকে ফাইল ইন্সটল করার পর ডাটা কপি পেস্ট করতে হবে এসডি কার্ডে... বাট গেমটা কিন্তু আসলেই চরম...
এপিকে ফাইলের জন্য এখানে যান
আর ডাটা ফাইলের জন্য এখানে
আজকে না হয় এই পর্যন্তই থাক । পরের বার আরও কিছু গেম নিয়ে আসব । আর কোনও গেমের দরকার হলে বলবেন । পারলে খুঁজে দেব । আর আপনার জানা কোনও গেম থাকলে সাজেস্ট করতে পারেন ।
এখন হাতে বেশ সময় আছে । খেলে দেখা যাবে ।
ভালো থাকবেন । আল্লাহ হাফেজ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।