আমাদের কথা খুঁজে নিন

   

নতুন আইফোনে ৫.৫ ইঞ্চির ডিসপ্লে!

বলা হচ্ছে, অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন আইফোন ৬-এ বাজারে আসবে দুটি ভিন্ন আকারে, একটিতে তাকবে ৪.৭ ইঞ্চির ডিসপ্লে, অন্যটিতে ৫.৫ ইঞ্চির এমন গুজব শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। সম্প্রতি এক চীনা ওয়েবসাইটে ফাঁস হওয়া ডেটা যেন ঘি ঢেলেছে ওই গুজবের আগুনে। ওই ওয়েবসাইট থেকে ক্রমান্বয়ে অনলাইনে ছড়িয়ে পরেছে ফাঁস হওয়া তথাকথিত ‘আইফোন ৬’-এর সিম্যাটিক।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ওই তথাকথিত আইফোন ৬ সিম্যাটিক প্রথমে এক চীনা ওয়েবসাইটে প্রকাশ পেলেও পরে ফ্রেঞ্চ ব্লগ নোহোয়ারএলসেও দেখা যায়। আর নতুন প্রযুক্তি পণ্য বাজারে আসার আগেই ওই পণ্যের ব্যাপারে বিভিন্ন সঠিক তথ্য সরবরাহের রেকর্ড আছে ব্লগটির।

তাই নতুন ডেটাগুলো আরও গুরুত্বের সঙ্গে নিচ্ছেন প্রযুক্তিবোদ্ধা আর অ্যাপল ভক্তরা।
ফাঁস হওয়া ডেটা অনুযায়ী, নতুন আইফোনের দৈর্ঘ হবে ৫.৯ ইঞ্চি, আর প্রস্থ হবে ৩.৩ ইঞ্চি। এই তথ্য সঠিক হলে আইফোনের বর্তমান মডেল আইফোন ৫এস (৪.৮৭ ইঞ্চি বাই ২.৩২ ইঞ্চি)-তো বটেই, ৫ ইঞ্চির ডিসপ্লে আর ৫.৭ বাই ২.৭ ইঞ্চির এইচটিসি ওয়ান স্মার্টফোনের থেকেও আকারে বড় হবে আইফোন ৬। আর নতুন আইফোনে ৫.৫ ইঞ্চির ডিসেপ্ল থাকার ব্যাপারটিও ইঙ্গিত করছে ওই পরিমাপই।
ডেটাগুলো সঠিক হলে আইফোন ৬ দিয়েই তুলনামূলক বড় আকারের স্মার্টফোনের বাজারে অভিষেক হবে অ্যাপলের।

সাধারনত ‘ফ্যাবলেট’ নামেই অভিহিত করা হয় বড় আকারের এই স্মার্টফোনগুলোকে। আর ফ্যাবলেটের বাজারেও অ্যাপলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান হবে স্যামসাং। ২০১১ সালে ৫.৩ ইঞ্চি ডিসপ্লের গ্যালাক্সি নোট স্মার্টফোন দিয়ে ফ্যাবলেট স্মার্টফোনের শুরুটাই করেছিল দক্ষিণ কোরিয়ার ওই ইলেকট্রনিক্স জায়ান্ট।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.