আমাদের কথা খুঁজে নিন

   

ব্যতিক্রম শুধু রাজ্জাক

হংকংয়ের মতো দুর্বল দলের বিরুদ্ধে হতাশাজনক বোলিংয়ের পর দল থেকেই বাদ পড়েছিলেন স্পিনার আবদুর রাজ্জাক। অনেকে ভেবেছিলেন হয়তো রাজ্জাকের টি-২০ ক্যারিয়ারের এখানেই সমাপ্তি। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে রাজ্জাক রাজ ফিরলেন রাজার বেশেই। কাল পাকিস্তানের বিরুদ্ধে যেখানে অন্য বোলাররা নাস্তানাবুদ সেখানে কেবল রাজ্জাকই ব্যতিক্রম। অবশ্য ভালো বোলিং করেছেন সাকিব আল হাসানও।

বিশ্বসেরা অলরাউন্ডার চার ওভারে ২১ রানে নিয়েছেন এক উইকেট। আর রাজ্জাক ২০ রানে দুই উইকেট। বাকি বোলারদের কেউ-ই সুবিধা করতে পারেননি। মাহমুদুল্লাহ রিয়াদ তিন ওভারে দিয়েছেন ২৪ রান। আর বাংলাদেশের পেসারদের তো পাড়ার বোলার বানিয়ে ফেলেছিল পাকিস্তানি ব্যাটসম্যানরা।

জিয়াউর রহমান এক ওভারে দিয়েছেন ২২ রান। মাশরাফি বিন মর্তুজা চার ওভারে দিয়েছেন ৬৩ রান। আল আমীন দিয়েছেন ৩৭ রান। বোলারদের এমন হতাশাজনক দিনে রাজ্জাকই ব্যতিক্রম। দল হারলেও ফিরেই বাংলাদেশের বোলিংয়ে চমক দেখালেন রাজ্জাক।

পাকিস্তান প্রথম চার ওভারে ৪২ রান করার পর অধিনায়ক পঞ্চম ওভারে বল তুলে দেন অভিজ্ঞ স্পিনার রাজ্জাকের হাতে। প্রথম ওভারেই কামরান আকমলকে সাজঘরে পাঠিয়ে ঝড় থামিয়ে দেন। তৃতীয় ওভারে পাক অধিনায়ক মোহাম্মদ হাফিজকে দ্রুত সাজঘরে পাঠিয়ে দিয়ে রাজ্জাক যেন জানিয়ে দেন তিনি এখনো শেষ হয়ে যাননি।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।