হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...
ভালোবাসলে নাকি দলছুট হতে হয়-
জনাকীর্ণ প্রান্তর থেকে ছুটে যেতে হয় নির্জনে
প্রেয়সীর হাত ধরে!
ভালোবাসলে নাকি পরিণত হতে হয়-
তারুণ্যের চপলতা ঝেড়ে ফেলে হতে হয় স্থির
বাস্তবতা সামনে রেখে!
ভালোবাসলে নাকি নির্লজ্জ হতে হয়-
নিন্দুকের চোখ এড়িয়ে এঁকে দিতে হয় গাঢ় চুম্বন
প্রিয়ার তৃষিত ঠোঁটে!
ভালোবাসলে নাকি দুঃসাহসী হতে হয়-
রক্তচক্ষু প্রতিরোধ উপেক্ষা করে পা বাড়াতে হয়
সমাজচ্যুত, নিষিদ্ধ পথে!
ব্যতিক্রম এই আমি শুধু-
সারাদিন মেতে থাকি বন্ধুর আড্ডায়,
রাশভারি নই মোটে,
উদাসী জীবনধারায়,
ব্যস্ত- চটুল কথায়,
চঞ্চলতায়,
জীবন-সত্য অবহেলায়;
লাজুক মুখে, ভীরু চোখে-
তবু ভালোবাসি তোমায়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।