খাতার উপর বেশ রঙচঙা করে নিজের নামটি লিখতে বরাবরই আমার বোনটির কোন জুড়ি নেই। আর আমার কাছেও তা বেশ ভালোই লাগত। নতুন খাতা এনে দিলে পরদিনই আমি চোখ বুলিয়ে দেখতাম যে আমার ডিজাইনার সাহেব নতুন কি করলেন... তো বরাবরের মত আজকে ওর খাতার নকশা দেখতে গিয়ে আমার শরীর শির শির করে উঠল... খাতার উপরে সেই ডিজাইনের ঝলক আগের মতই আছে, কিন্তু অক্ষরগুলো আর বাংলা নেই!!! ভাবছেন ইংরেজীতে লিখেছে কিনা? সেটাও না!!! খাতার উপরে ওর নাম, রোল, শ্রেণী সব হিন্দিতে লেখা!!!!!! চিন্তা করলাম স্কুলে শেখায় না, আমিও শেখায় নি তাহলে হিন্দি শিখল কোথায়? কৌতুহল মেটাতে ওকেই জিজ্ঞাসা করলাম কোথা থেকে শিখল হিন্দি? কি জবাব দিল জানেন? "হিন্দি শিখছি 'ইস পেয়ার কো কেয়া নাম হ্যা' দেখে"!!!!! কি বুঝলেন? পাকিস্তানিরা যেটা শক্তি দিয়ে পারে নি, ভারতীয়রা সেটা মাথা খাটিয়ে করছে!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।