প্রিয় শিক্ষক ডা: করিম খান স্যার আজ পাকিস্তানিদের নিয়ে একটা অভিজ্ঞতার কথা বললেন। কথাটা মোটামুটি এরকম:
" আমি তখন অষ্ট্রিয়ায়। সকালে জগিং করে ওখানে অনেকেই ওজন মাপার মেশিনে এসে ওজন মাপে। মেশিনটা পার্কের মাঝেই রাখা। সিস্টেমটা এরকম, এক পয়সার একটা কয়েন ইনসার্ট করলেই মেশিন চালু হয়ে যায়।
উপরে উঠে দাড়াতে হয়। নেমে আসলেই পয়সাটা পড়ে যায় এবং মেশিন বন্ধ হয়ে যায়। তো আমি একদিন ওজন মাপতে গেছি। দেখি তিন চারজন প্রবাসী পাকিস্তানী একটা অদ্ভুত সিস্টেমে ওজন মাপছে। একজন একটা কয়েন ইনসার্ট করে ওজনের রিডিং নিয়ে পুরোপুরি নামে না, একটা পা নামায়।
আরেক পা দিয়ে ভর দিয়ে থাকে। আরেকজন ওঠে। সে উঠলেই ভর দিয়ে রাখা পা টা নামিয়ে ফেলে। এতে কয়েনটা পড়ে না। মেশিনটাও বন্ধ হয় না।
এভাবে আরেকজন। এইভাবে ৩-৪ জন একই কয়েনে ওজন মাপলো। আমাকে দেখে বললো, ওঠো। আমি বললাম না। লাগবে না।
আমি আমার পয়সা দিয়েই মাপবো। পাকিস্তানিরা হলো এই। "
গতকাল জাফর ইকবাল স্যারের ভিডিও শেয়ার করে লিখেছিলাম, 'জাফর স্যারকে স্যালুট'। আজ শ্রদ্ধেয় ডা: করিম খান স্যারের কথাটা শোনার পর মনে মনে বলেছি, 'স্যার, স্যালুট'। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।