সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার এই টিউনটি শুরু করছি। বর্তমানে আমরা এক ধরনের ম্যালওয়ারের দ্বারা আক্রান্ত হচ্ছি যেখানে আমাদের ড্রাইভের সকল ফাইল হাইড হয়ে শটকাট হয়ে যাচ্ছে। আজ আমি আপনাদের সাথে এমন একটি শক্তিশালী ম্যালওয়ার ক্লিনারের সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে এই ধরনের সমস্যা থেকে মুক্ত হওয়া ছাড়াও বিভিন্ন রকমের ম্যালওয়ার থেকে পাবেন একটি ভাইরাস মুক্ত উইনন্ডোস পিসি।
পান্ডা ক্লাউড ক্লিনার ( Panda Cloud Cleaner ) - ই হচ্ছে সেই ম্যালওয়ার ক্লিনার যার মাধ্যমে আমরা উইনন্ডোস পিসি থেকে ম্যালওয়ার রিমুভ করবো। এটি মুলত একটি অনলাইন ভাইরাস ক্লিনার তবে এটি অফলাইনেও কাজ করে।
সেক্ষেত্রে আমার পরামর্শ হবে সম্ভব হলে অনলাইনে থেকে সফটওয়ারটি ব্যবহার করার জন্য। তো আর দেরি নয়, পান্ডা ক্লাউড ক্লিনার ( Panda Cloud Cleaner ) টি ডাউনলোড করে নিন নিচের লিংক থেকে।
http://acs.pandasoftware.com/pandacloudcleaner/installers/master/PandaCloudCleaner.exe
এখানে Next - এ ক্লিক করুন।
ইন্সস্টলেশন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
এখানে Accept & Scan -এ ক্লিক করে Virus স্কেনিং শুরু করুন।
ভাইরাস স্কেনিং শেষ হলে উপরের ছবির মত আসবে। ভাইরাস ক্লিন করার আগে ডান পাশে এ্যারো চিহ্নিত স্থানে ক্লিক করে ভাইরাস ডিটেকশনের বিস্তারিত রিপোর্ট দেখে নিতে পারেন।
সবাইকে ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।