যারা বলছেন মুজিবনগর সরকার শপথ নেবার আগ পর্যন্ত (অর্থাৎ ২৬ মার্চ ১৯৭১ থেকে ১৭ এপ্রিল ১৯৭১) জিয়াউর রহমান ছিলেন দেশের রাষ্ট্রপতি অর্থাৎ স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি; তারা যে স্পষ্টতই ইতিহাস বিকৃতি এবং সংবিধান লঙ্ঘন করছেন তা বুঝতে পারি আমরা নিম্ন উপায়ে---
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর সপ্তম তফসিল (১৯৭১ সালের ১০ই এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষনাপত্র)-এর কয়েকটি লাইন উদ্ধৃত করছি---
‘‘…এতদ্বারা দৃঢ়ভাবে সমর্থন, অনুমোদন করিলাম, এবং এতদ্বারা দৃঢ়ভাবে ঘোষণা ও সিদ্ধান্ত গ্রহণ করিতেছি যে, সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি থাকিবেন এবং সৈয়দ নজরুল ইসলাম প্রজাতন্ত্রের উপ-রাষ্ট্রপতি থাকিবেন…’’
‘‘…আমরা আরও সিদ্ধান্ত গ্রহণ করিতেছি যে, স্বাধীনতার এই ঘোষণাপত্র ১৯৭১ সনের ২৬ মার্চ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।…’’
এরপর আর কিছু বলার থাকে না, থাকতে পারে না। সুতরাং ফালতু বির্তকের অবসান হোক এখানেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই যে স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এ নিয়ে কোনো ধরণের দ্বন্দ-কলহ করার আর কোনো প্রশ্নই আসে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।