দীর্ঘ ১৩ বছর পর আবার ভারতের নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ভারতে শেষবার তিনি ভোট দিয়েছিলেন ২০০১ সালে। পরে ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার অনুরোধ করেন। ওই সময় তিনি বলেছিলেন, যেহেতু তিনি বিদেশেই থাকেন, তাই ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হোক। নির্বাচন কমিশন তাঁর অনুরোধ রেখেছিল। গত ডিসেম্বরে পৌষ মেলার সময় তিনি শান্তিনিকেতনে আসেন। ওই সময় তিনি ভোটার তালিকায় নিজ নাম অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানান। কলকাতা প্রতিনিধি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।