বেদখলকৃত হল উদ্ধার, নতুন হল নির্মাণ ও ক্যাম্পাস থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তরের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) তৃতীয় দিনের মতো ধর্মঘট পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত জবি ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম শিশিরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে এই কর্মসূচি পালন করা হয়েছে। ধর্মঘট শেষে শরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত উচ্চক্ষমতা সম্পন্ন কমিটির প্রতিবেদনে শিক্ষার্থীদের স্বার্থ উদ্ধারের পদক্ষেপ না থাকলে মন্ত্রণালয় ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।জানা গেছে, গত ৩ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠকে ঢাকা-৬ আসনের এমপি কাজী ফিরোজ রশীদকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছিল। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আগামী ২৩ এপ্রিল কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা শেষ হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।