আমাদের কথা খুঁজে নিন

   

ভাগ্য ভাল যে রবীন্দ্র নাথ মরে গেছে। নাহলে সেকুলাররা উনাকে ধরে রিমান্ডে নিতেন দাড়ি রাখার অপরাধে।

গনজাগরনের মাধ্যেমে পরিবর্তন সম্ভব....মানুষের চিন্তার পরিবর্তন করাটা জরুরি ....বুদ্ধিবৃত্তিক পুনরজাগরনে বিশ্বাসী দুপুরের খাবার শেষে একটু চা খা্ওয়ার অভ্যেস অনেক দিনের। প্রতিদিনের মত আজও অফিসে এসে দুপুরের খাবার শেষ করে সহকর্মিকে নিয়ে দশতলা থেকে নিচে নেমেছিলাম একটু চা খেতে। প্রসংগত শিতের কারনে দাড়ি কাটতে পারছিলাম না আর আমি একটু অলস প্রক্রিতির মানুষ। চা শেষ হতে না হতেই শুনতে পাই দোকানি বলছে "ভাই, তাড়াতাড়ি কেটে পড়েন।" কিছু বূজে না উঠতেই ৩০-৪০ জনের এক পুলিশ দল আশপাশের সবাইকে ঘিরে ধরে আর তাদের মধ্যে আমি পড়ি সবার প্রথমে । তারপর শুরু হয় আমাকে জেরা, কি করি? কোথায় থাকি? এখানে কেন? আই.ডি কার্ড দেখি ( ভাগ্যিস আই.ডি. কার্ড সাথেই ছিল! )... আর পুলিশ ভাইজানের ব্যবহার ছিল খুভই খারাপ হয়তো আমার মুখের দাড়ি তার সকল বিরক্তির কারন। অবশেষে কি মনে করে আমাকে ছেড়ে দিল আর আমি চলে যাবার সময় রাগান্বিত স্বরে জোরে জোরে বল্ল.. "মুখে শিবিরের ভাব কেন????? ".... নাহ! দিনটাই জানি কেমন হয়ে গেল Click This Link  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।