আমাদের কথা খুঁজে নিন

   

ভাগ্য

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। আল্লাহ কারোর ভাগ্য গড়ে না।

প্রত্যেকের ভাগ্য প্রত্যেকের হাতে। তুমার ভাগ্য তুমার কর্ম, তুমার সাধনা,শ্রম ফল। আর চেষ্টা ব্যাতীত,সাধনা ব্যাতীত সে ভাগ্য তুমায় নিয়ে যাবে দুঃখের দেশে। সেই দেশে ভাই তুমি কর্ম দোষে নরক ভোগিবে। সেথায় ভাগ্য আসবে না বাঁচাতে তুমায়, আল্লাহর রহমান নামের গুণে তুমি পারি দিবে না স্বর্গে।

কর্ম অনুরুপ ফল তুমি সর্বত্রই ভোগ করিবে। ভাগ্য,ভাগ্য যতই বল ভাই, ভাগ্য বলে ভবে নাই কিছুই। যতই তুমি আল্লাহ,ঈশ্বর,ভগমান বলে ডাক সৌভাগ্যবান হইবার ভবে,পরপারে। তাহাতে নাই তুমার কোন ফায়দা, নাই তুমার কোন পূণ্য। ভাগ্য তুমার কর্ম ফল তুমার সাধনার শ্রম কর্ম অনুরুপ ফল তুমি সর্বত্রই ভোগ করিবে।

যে জন ভাগ্য মেনে নিয়ে আছে ভবের মাঝে, ভাগ্য তার গলায় পড়ায়েছে দুর্ভাগার মা-লা। দুর্ভাগা সেই বাঁচাও,বাঁচাও বলে আল্লাহকে, আল্লাহ বলে তুমি অনুরুপ ভাগ্য তুমার মোর সাধে না তুমার ভাগ্য বাধ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।