আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধু ভাগ্য

ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।



কারো কারো বন্ধু ভাগ্য খুব ভালো হয় দেখেছি। তারা যেখানেই যায় একগাদা বন্ধু জুটে যায়। অল্প দিনের পরিচয় হলেও সেই বন্ধু গুলো তাদের জন্য জীবন দিয়ে দিতে পারে। সব জায়গায় তাকে সঙ্গ দেয়, সাহায্য করে কোন কারন ছাড়াই। আবার কারো কারো বন্ধু ভাগ্য খুব খারাপ হয়।

যাদের সাথেই তাদের ফ্রেন্ডশীপ হয় তারাই হয় মীন, স্বার্থপর, নীচু মানসিকতার। অনেকদিনের বন্ধুত্বের পরই একসময় সে আবিষ্কার করে তার বন্ধু তার সমর্্পকে কখনোই ভালো ধারনা পোষন করেনি। সামনে এক ধরনের কথা আর পেছনে আরেক ধরনের কথা বলত। তখন আরও আবিষ্কৃত হয় যে বন্ধুত্বের পুরো সময়টায় সে সাহায্য নিয়েই এসেছে কখনও সাহায্য ফেরত দেয়নি, ইত্যাদি ইত্যাদি। বন্ধু ভাগ্য খুব ভাল এরকম লোকের সংখ্যা আসলে হাতে গোনা।

আমার ধারনা খুব এট্রাকটিভ, চার্মিং পার্সোনালিটি না হলে শর্তছাড়া বন্ধু পাওয়া যায় না। বেশীর ভাগ মানুষ আসলে সারা জীবনে খুব ভালো কোন বন্ধু পায় না। অনেকে দুষতে পারেন এশিয়ান মানুষের মানসিকতাটা উদার ধরনের নয় বলে হয়ত এরকমটা হয়। আমি এরকমট ভাবতে পারছি না, কেননা আমার মেক্সিকান বন্ধুকেও এক্স-বেস্ট ফ্রেন্ড নিয়ে মন্দ কথা বলতে শুনেছি। এটা আসলে মানবিক সমর্্পকেরই একটি মেটামরফসিস।

অনেক দিন এক সাথে থাকলে অন্যের দোষ ত্রুটিগুলো বড় হয়ে দেখা দিতে থাকে। বন্ধুত্বের বাঁধন সামাজিক হিসেবে অতটা বড় নয় বলে সহজে ভেঙ্গে যায়। একই ধরনের সমস্যা স্বামী-স্ত্রীর মধ্যে লাগলে সেটা সাধারনত সবাই মিটিয়ে নেয়। আমার বন্ধু ভাগ্য বরাবরই খারাপ। সারাটা জীবন কিছু মিন পোলাপাইনের সাথে বন্ধুত্ব করে এসে অনেক বার খেসারত দিতে হয়েছে।

মানুষকে বড় বেশী বিশ্বাস করি আমি, আর তাই যাচাই না করেই বন্ধুত্ব করে বসি। শেষ পর্যন্ত পেতে হয় বিশ্বাস ঘাতকতা। সাম্প্রতিক ব্লগের কল্যানে কিছু মানুষের সাথে বন্ধুত্ব বিষয়টা নিয়ে আমায় আবার ভাবিয়েছে। পরিনতি নিয়ে চিন্তিত হয়েছি একাধিকবার। ব্লগে পোস্ট যুদ্ধ দেখে আবার ভেবেছি, ঠিক হচ্ছে কি? তবুও বিশ্বাস করে যাই, বন্ধুত্ব করে যাই, কেননা তারা মানুষ যে...


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.