একটা সময় র্যাম্প মাতিয়েছেন। এরপর ডানা মেলেছেন মডেলিং দুনিয়ায়। পেয়েছেন খ্যাতির স্বীকৃতি। অভিনয় করেছেন বেশ কয়েকটি টিভি নাটক ও চলচ্চিত্রে। চলচ্চিত্রগুলো এখন মুক্তির অপেক্ষায়।
এর মাঝে নতুন পরিচয়ে আবির্ভূত হতে যাচ্ছেন তিনি। যার কথা বলছি, তিনি আর কেউ নন—জান্নাতুল ফেরদৌস পিয়া। এবার তিনি একটি ভ্রমণবিষয়ক অনুষ্ঠান উপস্থাপন করেছেন। নাম ‘হলিডে প্ল্যানার’।
এ প্রসঙ্গে পিয়া জানান, তারা শ্রীলঙ্কার কলম্বো আর দক্ষিন-পূর্ব-আফ্রিকার সিশেলস নামের একটি দ্বীপে এই অনুষ্ঠানটির শ্যুটিং করেছেন।
গত রোববার দেশের ফিরেছেন তিনি। বাংলাদেশ প্রতিদিনকে পিয়া আরও বলেন, এটি একেবারেই নতুন অভিজ্ঞতা। এবারই প্রথম আফ্রিকার এই দ্বীপে গিয়েছি। এত সুন্দর দ্বীপ, চোখে না দেখলে বিশ্বাস হবে না। এর নৈসর্গিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি।
সবচেয়ে মজার কথা, ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনকে নিয়ে এই দ্বীপে হানিমুনে এসেছিলেন প্রিন্স উইলিয়াম।
‘হলিডে প্ল্যাানার’ অনুষ্ঠানটির পরিকল্পনা, পরিচালনা আর প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল।
পিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র ‘গ্যাংস্টার রিটার্নস’ মুক্তির অপেক্ষায় রয়েছে। আশিকুর রহমান পরিচালিত ছবিটিতে তিনি অভিনয় করেছেন আরেক জনপ্রিয় টিভি অভিনয়শিল্পী অপূর্বের বিপরীতে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।