আমাদের কথা খুঁজে নিন

   

রানা প্লাজা পরিদর্শনে এসেছিলেন এমা

'আমি বাংলাদেশ ভ্রমণে গিয়েছিলাম। সেখানে রানা প্লাজার মতো কারখানা পরিদর্শন করেছি। আমি খুব ভালো করে জানি, ভবনটি ধসে পড়ার আগে এর অবস্থা কতটা খারাপ ছিল!' সম্প্রতি ভোগ ফ্যাশন সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন 'হ্যারি পটার'খ্যাত ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন।

দেখতে দেখতে রানা প্লাজা ধসের এক বছর পূর্ণ হতে চলেছে। গত বছরের ২৪ এপ্রিল ভয়াবহ ওই ভবনধস কেড়ে নিয়েছে ১ হাজার ১৩৩ জন মানুষের জীবন।

আর আহত হয়েছেন আড়াই হাজারেরও বেশি মানুষ। শ্রমিকদের করুণ এ চিত্র প্রবলভাবে নাড়া দেয় এমাকে। টিনএজ মেয়েদের শপিংয়ের অভ্যাস পরিবর্তনের আহ্বান জানিয়ে ২৩ বছর বয়সী এমা ওয়াটসন বলেন, 'শপিং করার আগে অন্তত দুবার চিন্তা করতে হবে। আমার পছন্দ-অপছন্দের পুরো দায়টাই আমার। মনে রাখতে হবে, আমার পছন্দ-অপছন্দ ভয়াবহ কোনো পরিণতি ডেকে আনতে পারে।

'

এমা ওয়াটসন বলেন, ইমারত বিধিমালা ভঙ্গ করে ঢাকার সাভারে নির্মিত হয়েছিল রানা প্লাজা। ভবনটিতে পাঁচটি কারখানা, একটি ব্যাংকসহ বেশ কয়েকটি দোকান ছিল। রানা প্লাজায় ফাটল দেখা দেওয়ায় ভবনধসের এক দিন আগেই ব্যাংক এবং দোকানিরা সেখান থেকে চলে যান। কিন্তু পোশাক কারখানার শ্রমিকদের যেতে দেওয়া হয়নি। এমনকি কাজ না করলে চাকরিচ্যুত করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় তাদের। নয়তলা ভবনটি ধসে পড়তে সময় লেগেছিল মাত্র ৯০ সেকেন্ড। '

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.