আমাদের কথা খুঁজে নিন

   

মার্কেজ হাসপাতালে

ফুসফুস ও মূত্রনালীতে সংক্রমণের কারণে ৮৭ বছর বয়সী এই প্রভাবশালী লেখককে ম্যাক্সিকো সিটির হাসপাতালে নেয়া হয় বলে মেক্সিকোর কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে জাদুবাস্তবতার ঘোর সৃষ্টিকারী এই কথাশিল্পীকে খুব কমই প্রকাশ্যে দেখা গেছে। মেক্সিকোয় বসবাসকারী এই লেখক বেশ কয়েকবছর ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন।
মার্কেজকে স্প্যানিশভাষার সর্বকালের অন্যতম সেরা লেখক হিসেবে বিবেচনা করা হয়। জাদুবাস্তবতার কৌশলে রচিত ‘ওয়ান হানড্রেড ইয়ারস অব সলটিচিউড’ (নিঃসঙ্গতার একশ বছর) উপন্যাসের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত পান।


১৯৬৭ সালের এই উপন্যাসটি বিশ্বব্যাপী ৩ কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে।
৩০ বছর ধরে মেক্সিকোতে বসবাসকারী মার্কেজকে সোমবার রাতে রাজধানী মেক্সিকো সিটির দ্য ন্যাশনাল নিউট্রিশন ইন্সটিটিউট সালভাদর জুবিরানে ভর্তি করা হয়।
তিনি পানিশূন্যতা ও বিভিন্ন সংক্রমণে ভুগছেন।
এক বিবৃতিতে ম্যাক্সিকোর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, “তিনি (মার্কেজ) চিকিৎসায় সাড়া দিচ্ছেন। অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পন্ন হওয়ার পর তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে কিনা সে বিষয়টি পর্যালোচনা করা হবে।


দুই বছর আগে মার্কেজের ভাই জাইম গার্সিয়া মার্কেজ জানিয়েছিলেন, গ্যাবরিয়েল গার্সিয়া মার্কেজ ক্রমেই স্মৃতিশক্তি হারাচ্ছেন।
তখন জাইম বলেছিলেন, তার ৮৫ বছর (বর্তমানে ৮৭ বছর) বয়সী ভাই গ্যাবরিয়েল গার্সিয়া মার্কেজ খুব মামুলি বিষয় জানার জন্য তাকে বার বার ফোন করেন। এমন কি তার স্মৃতিশক্তিতে সমস্যা দেখা দিচ্ছে।
১৯৮২ সালে সাহিত্যে নোবেল পুরস্কারজয়ী মার্কেজের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে- এমন ধারণা বেশ অনেকদিন ধরেই চলছিল। তবে তার ভাইয়ের দাবির মধ্যদিয়ে মার্কেজের ব্যাপারে প্রথম পরিবারের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছিল।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।