আমাদের কথা খুঁজে নিন

   

'মিথ্যাচার আর অপশক্তির রাজনীতির বিনাশ হবেই'

মহান স্বাধীনতা দিবস ২০১৪ উপলক্ষে ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা ও স্বাধীনতা দিবস কনসার্টের আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি সুভাষ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব অধ্যাপক কামরুল হাসান খান। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য প্রবাসী বাঙালিদের রেমিটেন্সের ভূমিকা গুরুত্বপূর্ণ। এজন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের কল্যাণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। পাশাপাশি প্রবাসী বাঙালিদের ও রাজনৈতিক অপশক্তি বিনাশে রাজনৈতিক সচেতন হওয়ার আহ্বান জানান ।

সম্প্রতি তারেক জিয়ার বক্তবের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি তাদের জন্মলগ্ন থেকে মিথ্যাচার ও অপশক্তির রাজনীতির ওপর নির্ভরশীল। স্বাধীনতার ঘোষক সংশ্লিষ্ট দাবি প্রতিষ্ঠিত করতে না পারায় আবার নতুন বিতর্ক সৃষ্টি করেছে। প্রধান বক্তা ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মাহবুবুর রহমান বলেন, অপশক্তির রাজনীতি বেশিদিন টিকেনি কোনকালেই। তাই ডেনমার্কের জনগণকে  জনগণকে এই সব মিথাচার ও কুটকেৌশলে বিশ্বাস না রেখে আগামী দিনের বাংলাদেশ গঠনে শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানান ।

সভায় আরও বক্তব্য রাখেন জনাব লিটন সিকদার, নাজিম উদ্দিন এবং কাজী আনোয়ার।

সাবেক ঢামেকসু ভিপি ড. বিদ্যুৎ বড়ুয়ার সঞ্চালনায়  সভায় আরও উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা ইনসান ভূঁইয়া, সাইফুল ইসলাম, শাহাবুদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি নিজাম উদ্দিন, রিয়াজুল হাসনাত রুবেল, নাসির সরকার, নাসরু হক, যুগ্ম সম্পাদক নাইম বাবু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইউসুফ, হিল্লোল বড়ুয়া, মোতালিব ভূঁইয়া, গোলাম কিবরিয়া শামিম, আব্দুল্লাহ হ্যাপি, শাহনাজ পারভীন, কহিনূর আখতার মুকুল, নিজামউদ্দিন খোকন, শরিফুল ইসলাম, সাইফুদ্দিন সঞ্জু, মশিউর রহমান, মোহাম্মদ ইউসুফ, মিজু আহমেদ প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।