সরকার দলীয়দের বিরুদ্ধে হত্যা মামলা নেওয়ায় গত ১৫ আগষ্ট যশোর-১ (শার্শা ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফির উদ্দিন থানার ওসিকে পিটিয়েছেন। এমনকি তার চেলা চামন্ডরাও হাত ছাপ করতে পিছপা হননি। ওসি নিজেই সাংবাদিকদের এ কথা জানিয়েছেন এবং থানায় জিডি করেছেন। এ বিষয়টি আইজিপিসহ উর্ধ্বতন সকলেই অবগত হয়েছেন। কিন্তু রোজার মাসে অভিযুক্ত এমপির সংবাদ সম্মেলন ডেকে ছাফাই দেয়া ঘটেছে নতুন বিপত্তি।
আর সেটা হলো মিথ্যাচার। এমপি একজন হাজী এবং সোমবার রোজাও ছিলেন। কিন্তু সংবাদ সম্মেলনে দেদারছে মিথ্যাচার করেছেন। তিনি বলেছেন ওসি বিএনপিমনা তাই কুৱসা রটনা করেছেন। এমনকি ওসিকে চোরচালানীদের আশ্রয় প্রশয়দাতাও বলতে ছাড়েননি।
অথচ সীমান্তবর্তী শার্শায় কারা চোরচালানের সাথে কারা জড়িত তা বলার অপেক্ষ রাখে না। অবশ্য পুলিশ এজন্য মাসয়োরা পেয়ে থাকে।
নিজেকে আলহাজ্ব দাবি করে এমপি মহোদয় কিভাবে মিথ্যাচার করলেন তা নিয়ে সর্বত্র হৈচৈ পড়ে যায়।
এত কথা কেন বললাম- সম্প্রতি যুদ্ধপরাধীদের বিচারের দাবিতে যশোরে এক সমাবেশে এমপি মহোদয়ের নাম ঘোষনার সময় আলহাজ্ব না বলায় তিনি প্রতিবাদ করেন। যিনি নিজেকে আলহাজ্ব হিসেবে জাহির করতে চান; তার মুখে মিথ্যাচর শুনলেন হতবাক না হয়ে কি পারা যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।