আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি। সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নিখোঁজ কত? এ নিয়ে প্রশ্ন উঠছে। সম্মানিত সেনাবাহিনী বলছেন, ১৪৯ জন। জেলা প্রশাসনের সূত্র উল্লেখ করে নবম পদাতিক ডিভিশনের জিওসি হাসান সোহরাওয়ার্দী গত বুধবার , পয়লা মে , এ তথ্য জানিয়েছেন।
শনিবার আমাকে সাভার থানার এসআই সাইফুল অধর চন্দ্র বিদ্যালয় মাঠের কন্ট্রোল রুম থেকে জানিয়েছেন, ৯৪৭ জন নিখোঁজ। এটা তাদের কাছে যে তালিকা রয়েছে সেখান থেকে বলা।
শনিবার থেকে বৃহস্পতিবার- লম্বা এ সময়ে উদ্ধার হযেছে অল্প ক'জন মানুষ।
শনিবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৩৬১।
বৃহস্পতিবার সকাল পর্যণ্ত ৪৩৩।
তাহলে এ সময়ের মধ্যে মোট লাশ উদ্ধার হয়েছে ৭২।
আসলে গরিব এ সব মানুষের মৃত শরীর নিয়ে এ লুকুচুরি খেলার কোনো মানে নেই, তবুও সরকারের অদ্ভূত ভাবমূর্তির ভাব ধরে রাখার জন্য শ্রমজীবি মানুষের হিসাবে গরমিল করা হচ্ছে। এ ধরণের কাণ্ড কেবল অগ্রহণযোগ্যই নয়, অপরাধও বটে।
আমরা নিখোঁজ মানুষের সঠিক হিসাব চাই। তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণ চাই।
সামনের দিনে এমন কোনো ঘটনা যাতে না ঘটে সে জন্য সরকারের কঠোর পদক্ষেপ চাই।
রানার মত কোনো কোনো গুণ্ডা পাণ্ডাকে যেনে কোনো রাজনৈতিক দলই আশ্রয় না দেন, সে জন্য প্রার্থনা করি, হাতে ধরে, প্রয়োজনে পায়ে ধরে আমাদের মহান রাজনীতিকদের কাছে কাছে জোর দাবি জানাই। তারা যেন প্রাণের মূল্য বোঝেন, জীবনের স্বপ্নগুলো পূরনে সব পেশার মানুষের জীবনকে গুরুত্বপূর্ণ বিবেচনা করেন। কেবল ভোটের সময় নির্লজ্জের মত হাত না বাড়িয়ে সব সময় মানুষের উন্নয়নে কাজ করেন। সে আশা করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।