প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। তবে ১৯তম মিনিটে ভাগ্য বিরূপ না হলে এগিয়ে যেতে পারতো লিভারপুল। কিন্তু লুইস সুয়ারেসের শটটি গোলপোস্টে লেগে ফিরে আসে।
গোলখরা কাটে ৪৪তম মিনিটে। স্বাগতিকদের ডিফেন্ডার জেমস টমকিন্সের হাতে বল লাগলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি।
আর তা থেকেই লিভারপুলকে এগিয়ে দেন অধিনায়ক স্টিভেন জেরার্ড।
তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি 'অল রেড' নামে পরিচিত লিভারপুল। 'ইনজুরি' সময়ে আইভরি কোস্টের ডিফেন্ডার গাই দিমেলের গোলে সমতায় ফেরে ওয়েস্ট হ্যাম।
গোলটি নিয়ে অবশ্য বিতর্ক দেখা দেয়। গোলের আগমুহূর্তে লিভারপুলের গোলরক্ষককে ফাউল করেন স্বাগতিকদের স্ট্রাইকার অ্যান্ডি ক্যারল।
সহকারী রেফারির মতেও ওটা ফাউল ছিল। কিন্তু ম্যাচ রেফারি গোলের সিদ্ধান্তেই অটল থাকেন।
তবে ৭১তম মিনিটে আবারো দলকে এগিয়ে দেন জেরার্ড। এই গোলটিও পেনাল্টি থেকেই করেন তিনি। লিভারপুলের ডিফেন্ডার জন ফ্ল্যানাগানকে ওয়েস্ট হ্যামের গোলরক্ষক ফেলে দিলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি।
৩৩ ম্যাচ খেলে শীর্ষে ওঠা লিভারপুলের পয়েন্ট ৭৪। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে গেছে চেলসি। শনিবার স্টোক সিটিকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে উঠে এসেছিল স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।
৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শনিবারের আরেক ম্যাচে সাউথহ্যাম্পটনকে ৪-১ গোলে হারানো ম্যানচেস্টার সিটি। তবে দুটি ম্যাচ কম খেলেছে সিটি।
৩৩ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা এভারটনের মাঠে রোববার ৩-০ গোলে হেরে গেছে তারা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।