ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগে প্রভাষকের তিন পদের বিপরীতে আটজনকে নিয়োগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মেধাবীদের বাদ দিয়ে অপেক্ষাকৃত কম মেধাবীদের টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের ২২৩তম সিন্ডিকেটে এসব শিক্ষক নিয়োগ দেওয়া হয়। গত বছরের অক্টোবরে ইংরেজি বিভাগের তিনজন শিক্ষকের চাহিদা দিয়ে শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। এতে ৩৮ জন প্রার্থী আবেদন করেন। গত বৃহস্পতিবার শিক্ষক নিয়োগের সিন্ডিকেট অনুষ্ঠিত হলে এতে তিন পদের বিপরীতে আটজনকে নিয়োগ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, নিয়োগে মেধাবীদের উপেক্ষা করা হয়েছে। সূত্রমতে, অনেক প্রার্থীর অনার্স, মাস্টার্সে প্রথম শ্রেণী থাকলেও দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফেরদৌসী আক্তার, সোনিয়া শারমিন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইয়াকুব আলী, প্রকাশ চন্দ্র বিশ্বাস, শারমিন সুলতানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সজীব কুমার ঘোষকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।