টি২০ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ভারতের পরাজয়ের সব দায় বর্তেছে ‘মিরাকল বয়’ হিসেবে পরিচিত যুবরাজ সিংয়ের কাঁধে। গতকাল ফাইনালের পর চন্ডিগড়ে যুবরাজের বাসায় ঢিল পর্যন্ত পড়েছে।
পুলিশ জানিয়েছে, কয়েকটি যুবক যুবরাজের বাড়িতে ঢিল মেরেছে। তাদের পরিচয় জানা যায়নি। আর যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য পুলিশ টহল বাড়ানো হয়েছে।
ওই ম্যাচে তিনি ২১ বলে করেছিলেন ১১ রান। ফলে ভারতের রানের চাকা যে মন্থর গতিতে চলেছে, সেটার দায় তিনি এড়াতেও পারেন না।
তবে কেবল ‘এনালগ’ জগতে নয়, ‘ডিজিটাল’ দুনিয়াতেও যুবরাজের বিরুদ্ধে ঝড় বইছে। অনেকে ট্যুইট করেও তার সমালোচনা করেছেন।
একজন ট্যুইট করেছেন : শ্রীলঙ্কানরা কেন যে সাঙ্গাকারাকে কাঁধে নিল বুঝতে পারলাম না, তাদের কাঁধে নেয়া উচিত ছিল যুবরাজ সিংকে।
শচিন আনন্দ নামে অন্য একজন লিখেছেন : যুবরাজের উইনিং মেডেল পাওয়া উচিত ছিল, শ্রীলঙ্কাকে জিতিয়ে দেয়ার মেডেল।
রা-বিয়েস লিখেছেন : ডিয়ার ইন্ডিয়া টিম, ফিরে এসো, তবে যুবরাজকে বাংলাদেশে ফেলে আসতে ভুলো না।
গাব্বার সিং বলেছেন : এক লঙ্কান মেয়ে ক্রিকেটার যুবরাজ সিংকে প্রস্তাব দিয়েছে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।