আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব নৃত্য দিবস চাই

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে আজকে শুনলাম বিশ্ব সংগীত দিবস। জিনিসটা না জানলেও আজকে মেলা গান শুনছি। বিষয়টার মধ্যে একটা মারেফতি কেরামতি আছে নিশ্চয়ই। আজকের এই দিনটা কিভাবে নির্বাচিত হইলো সেটার মধ্যে আম্রিকান ভেলকী থাকতে পারে। হয়তো কোনো আম্রিকান এই দিনে প্রথম গান আবিষ্কার করেছিলেন বা গেয়েছিলেন।

তারপরে মানুষজন সেই গান শুনে অবাক হয়ে গাল হাত দিয়ে বসে ছিলো আর ভেবেছিলো - কি আশ্চর্য্য! এত সুন্দর করে মানুষ কথা বলতে পারে! তারপরে কোনো এক বিজ্ঞ আম্রিকান প্রেসিডেন্ট কংগ্রেসে বিল উত্থাপন করলেন, ব্যাস, সেই থেকে হয়ে গেলো বিশ্ব সংগীত দিবস! পৃথিবীর যাবতীয় দিবসের পেছনে এইরকম একটা গৎবাধা গল্প আর আম্রিকার নাম থাকে। ভাবলাম নিশ্চয়ই কোনো একটা দিবসের নাম নৃত্যেরও আছে। মাঝখানে একদিন বাসে যেতে যেতে যখন মোহাম্মদপুর পাড় হচ্ছিলাম - বাসশুদ্ধ সেকি নৃত্য, বাস নাচে আর ভেতরে যাত্রীরাও নাচে। আজ বুঝলাম দিবসটা নিশ্চয়ই নৃত্যের ছিলো। বিশ্ব নৃত্য দিবস যদি এখনও না হয়ে থাকে তবে আম্রিকা ঘোসণা কইরা দিক।

যেদিন তাদের দেশে প্রথম কোনো মানুষ নাচনকুদন করেছিলো - সেইদিন আমরাও বিশ্বব্যাপী নাচানাচি করি না হয়! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.