আমাদের কথা খুঁজে নিন

   

ইরফান এবার বাঙালি গোয়েন্দা!

বাঙালি ব্যাপারটা বেশ ভালো লাগে পরিচালক দীপা মহেতার। তাই তো নিজের ছবির গুরত্বপর্ণ চরিত্র না হলেও, বাঙালি চরিত্র তার ছবিতে থাকবেই।

দীপা এবার 'নেমসেক' ছবির পর ফের বাংলা চরিত্র উত্থান-পতন নিয়ে তৈরি করতে চলেছেন নতুন একটি ছবি। এই ছবিতে সর্ম্পকের টানাপোড়েন নয়, বরং বাঙালি গোয়েন্দার গল্পই ফুটে উঠবে। ছবির নাম 'দ্য বেঙ্গলি ডিটেকটিভ'।

এই ছবিতে বাঙালি গোয়েন্দার চরিত্রে দেখা যাবে ইরফান খানকে।

দীপা জানিয়েছেন, 'বাংলা সাহিত্যে ব্যোমকেশ, ফেলুদা, কিরিটি, কাকাবাবু, কর্নেলের মতো প্রচুর ভালো ভালো গোয়েন্দা চরিত্র রয়েছে। এই সব চরিত্র সর্ম্পকেই আমার সম্যক ধারণা রয়েছে। এমনকি আমার ছবির গোয়েন্দা এই সব গোয়েন্দার এক মিশেল। '

জানা গেছে, দীপার এই ছবির শ্যুটিং পুরোটাই হবে কলকাতার নানা জায়গায়।

ছবির কিছুটা অংশ পিরিয়ড ছবির মতো করে শ্যুট করা হবে বলেও জানিয়েছেন পরিচালক দীপা।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.